× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কোপা লিবার্তোদোরেস ফাইনালে ‘তারকার হাট’

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবার্তাদোরেসের শিরোপা নির্ধারণী ম্যাচ হয়ে গেল রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। আর আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের মধ্যকার ম্যাচে গ্যালারিতে বসেছিল তারকা মেলা। সবচেয়ে বড় মুখ বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এফএ) সভাপতি ক্লদিও তাপিয়া থেকে শুরু করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ইউয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফারিন উপভোগ করেন লাতিন আমেরিকার ‘চ্যাম্পিয়ন্স লীগ’। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা আন্তোয়াইন গ্রিজম্যানও উপস্থিত ছিলেন। ভিআইপি বক্সে মেসির ক্লাব সতীর্থ জেরার্ড পিকে, জর্দি আলবা, আরতুরো ভিদাল, সার্জিও বুসকেটসরাও ছিলেন। গ্যালারিতে ছিলেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা, অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে, ইন্টার মিলানের মাউরি ইকার্দির সঙ্গে ছিলেন ক্লাবের সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি হাভিয়ের জানেত্তি, এস্তেবান ক্যাম্বিয়াসো উপস্থিত ছিলেন বেনফিকার নিকোলাস গাইতান, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কোস রোহো, ওয়েস্ট হ্যামের ম্যানুয়েল লানজিনি, ভিয়ারিয়ালের রামিরো ফুয়েনস মোরি। ছিলেন বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ।
রোববার লা লিগায় হুয়েস্কার মাঠে ম্যাচ থাকায় সুপারক্লাসিকোর উত্তাপ থেকে বঞ্চিত হন রিয়ালের খেলোয়াড়রা। তবে রিয়াল সভাপতি পেরেজ হুয়েস্কা ম্যাচের প্রথমার্ধ শেষেই চলে যান বার্নাব্যুতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর