× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিল্ডিংয়ে বিশেষ মনোযোগ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

বড় বড় ফোমের ম্যাট দুটি মাঠে বিছানো। দেখলে মনে হবে মাঠে আবার ঘুমাবে কে! না, এই ম্যাটের উপরই দেখা গেল ফিল্ডিং অনুশীলন। টাইগারদের নয়া ফিল্ডিং কোচ রায়ান কুক সেই ফোমের ম্যাটের উপর বল ছুড়ে দিচ্ছিলেন। আর বাতাসে শরীর ভাসিয়ে তা লুফে নিচ্ছিলেন আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপুরা। গতকালের ঐচ্ছিক অনুশীলনের অনেকটা জুড়েই ছিল ফিল্ডিংয়ে মনোযোগ। কারণও আছে। তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজরা দুর্দান্ত ক্যাচ ধরলেও তাতে খুশী হতে পারেননি কোচ। প্রথম ওয়ানডেতে ৫টি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা।
বাংলাদেশের বোলিংয়ের সামনে মাত্র ১৯৫ রানেই থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। অবশিষ্ট ছিল একটি উইকেটও। তবে আরো কম রানেই গুটিয়ে যেতে পারতো ক্যারিবীয়রা। শুরুতেই আরিফুল হক, মুশফিকুর রহীম ফেলেছেন দুটি ক্যাচ। এরপর ক্যাচ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেনও। এমনটি না হলে আরো চেপে ধরতেই পারতো বোলাররা। আর সেই কারণে নতুন ফিল্ডিং কোচ রায়ান কুক সন্তুষ্ট হতে পারেননি। নতুন কোচের অধীনে এমন ফিল্ডিং করে দারুণ খুশীও ক্রিকেটাররা। বিশেষ করে আরিফুল বলেন, ‘ম্যাচে ক্যাচ মিস হতে পারে। কিন্তু সেটির পরিমাণ এখন আমাদের অনেক কম। শুধু ক্যাচই যে ফিল্ডিংয়ের সব তা নয়। আগে ব্যাটসম্যানরা আলতো করে বল ঠেলে ১ রান বা ২ রান নিয়ে নিতে পারতো। কিন্তু এখন দেখেন আমাদের হাতে বল আসলে ব্যাটসম্যানরা ২ রান নেয়ার সাহস খুব কম করে। এটি বলবো দিন দিন আমাদের ফিল্ডিংয়ে উন্নতি হচ্ছে। আর নতুন যে কোচ ও দারুণ। বেশকিছু নতুন বিষয় আমাদের শিখিয়েছেন। আর ম্যাটে যে ক্যাচ অনুশীলন করিয়েছে তার কারণ এভাবে ক্যাচ নিলে আসলে ব্যালেন্স ঠিক থাকে। আর বার বার ডাইভ দিয়ে ব্যথা বা ইনজুরির শঙ্কা থাকে না।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর