× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রার্থী আজ নামবেন মাঠের প্রচারে

দেশ বিদেশ

রুদ্র মিজান
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করে প্রচারণার প্রথম দিন কাটিয়েছেন ঢাকা-৯ আসনের প্রধান প্রার্থীরা। প্রচারণার প্রথম দিন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী ও বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস কর্মীদের সঙ্গেই সময় কাটিয়েছেন। তাদের দুজনের বাসাতেই ছিল নেতা-কর্মীদের ভিড়। সাবের হোসেন চৌধুরীল সমর্থনে মিছিল করতে দেখা গেছে কর্মীদের। তাবে  প্রার্থী আফরোজা আব্বাস ও সাবের হোসেন চৌধুরীকে ছাপিয়ে ওই এলাকার সাধারণ মানুষের আলোচনায় ঠাই পাচ্ছে জাতীয় নানা ইস্যু। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বিভিন্ন চায়ের দোকানে আলোচনা করতে দেখা গেছে। খিলগাঁও এলাকার এক চা-বিক্রেতা হরিপদ সরকার জানান, তিনি রাজনীতি বুঝেন না। কিন্তু রাজনীতির নামে গুম, মিথ্যা মামলা দিয়ে হয়রানি তার পছন্দ না।
তবে হরিপদ জানেন না এই এলাকায় আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীকে। ওই এলাকার বাসিন্দা আব্দুল বাসিত বলেন, দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু শান্তি নাই। একটা অস্থিরতা আছে। সুষ্ঠু নির্বাচন হলে এসব থাকবে না। ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই ভালো। তবে আমি প্রার্থী  দেখে ভোট দেব না, ভোট দেব দল দেখে। একই কথা বলেন, শাহজাহানপুরের বাসিন্দা তাসলিমা আক্তার। তিনি বলেন, প্রার্থীকে জানি না। যারা নতুন প্রজন্মকে মূল্যায়ন করবে, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করবে- তাদের ভোট দেব।
শাহজাহানপুরে আফরোজা আব্বাসের বাসায় গিয়ে দেখা গেছে বাসা থেকে শুরু করে সামনের গলি পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই। নেতাকর্মীরা অবস্থান করছেন সেখানে। কর্মসূচি সফল করতে নানা পরিকল্পনা নিয়ে ব্যস্ত তারা। বাসার দুই তলা পর্যন্ত ছিল একই অবস্থা।
প্রতীক বরাদ্দের পর শ্বশুর-শশুড়ির কবর জিয়ারত করেন আফরোজা আব্বাস। এসময় নেতাকর্মীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বামী মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন। পরবর্তীকালে বিকালে বাসায় একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। আফরোজা আব্বাস জানান, আজ মঙ্গলবার থেকে তিনি গণসংযোগ করবেন। তিনি বলেন, ১০ বছরে দলের সাধারণ কর্মী-সমর্থক থেকে শুরু করে সবাই নির্যাতনের শিকার হয়েছি।  সাধারণ মানুষেরও কোনো নিরাপত্তা নেই। মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। দেশ, গণতন্ত্র ও গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করতে সারা দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ একইভাবে ঢাকা-৯ আসনে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করবে।  ঢাকা-৯ আসনের জনগণকে নিজের আপন-স্বজন মনে করেন বলে জানান আফরোজা আব্বাস। খিলগাঁও, গোড়ান, মেরাদিয়া, বাসাবো, মাদারটেক, সবুজবাগ, উত্তর মুগদাপাড়া, রাজারবাগ উত্তর ও দক্ষিণ, কদমতলা বাসাবো, পূর্ব বাসাবো, আহমেদবাগ, মুগদাপাড়া ও সবুজবাগ থানার নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন ও মান্ডা ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। বিশাল এই এলাকায় আজ থেকেই গণসংযোগ করবেন তিনি।
এদিক, সাবের হোসেন চৌধুরীর খিলগাঁওয়ের বাসায়ও ছিল নেতাকর্মীদের ভিড়। নেতকর্মীদের বিভিন্ন ধরনের ফল দিয়ে আপ্যায়ন  করেন তিনি। এসময় তিনি কর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রচারণায় অংশ নিতে অনুরোধ করেন। সাবের হোসেন চৌধুরী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই। নৌকায় ভোট দিলে দেশ এগিয়ে যাবে। তিনি সকলের দোয়া কামনা করেন। ঢাকা-৯ আসনের ১২টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা সাবের হোসেন চৌধুরীর সমর্থনে একটি মিছিল করেন। পরবর্তীকালে একটি সভায় মিলিত হন তারা। সেখানে উপস্থিত হন সাবের হোসেন চৌধুরী।
আফরোজা আব্বাস ও সাবের হোসেন চৌধুরী ছাড়াও ঢাকা-৯ আসনে নির্বাচন করছেন আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির মাহফুজা আক্তার, হাতপাখা মার্কায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মানিক মিয়া, টেলিভিশন মার্কায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)’র মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, হারিকেন মার্কায় বাংলাদেশ মুসলিম লীগের মো. আব্দুল মোতালেব ও গোলাপফুল মার্কায় জাকের পার্টির হুমায়ন কবির।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর