× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

জবরদস্তি সত্ত্বেও জনগণ ধানের শীষের প্রার্থীকে ভোট দেবেই: নজরুল

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার
১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার

যত জবরদস্তি করা হোক না কেন আগামী ৩০শে ডিসেম্বর দেশের জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রার্থীকে ভোট দেবেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে ‘সর্বজনীন ন্যায়বিচার, বাকস্বাধীনতা, অবাধ গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের জনগণ স্থির ক?রে ফেলে?ছে তারা ভোটকেন্দ্রে যাবে এবং তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দেবে। এই ভোট বিপ্লবের মাধ্যমে আগামী ৩০শে ডিসেম্বর জনগণ গুম, খুন, হত্যা ও মামলার জবাব দেবে এবং আমরা আশা করি এর মাধ্যমে ধানের শীষের জয় হবে।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই উচ্চ আদালতের আদেশ থাকা সত্ত্বেও তাকে জেল থেকে মুক্তি দেয়নি সরকার। আগামী ৩০শে ডিসেম্বর ভোট প্রয়োগের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের সকল অন্যায়-অত্যাচারের জবাব দেবে দেশের জনগণ। ভোটের দিন কোনো বাধা আসলে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে সরকারের সকল বাধা উপেক্ষা করা হবে। তিনি বলেন, সরকার আমাদের নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে।
কারণ সামনে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে যদি আমাদের নেতাকর্মীদের জেলে না দেয়া হয়, তাহলে আওয়ামী লীগের জয়ের কোনো সুযোগ নেই। নজরুল ইসলাম বলেন, সরকার ভেবেছিল খালেদা জিয়াকে জেলে নিলে বিএনপি ভেঙে যাবে। কিন্তু তা হয়নি। বরং বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। শুধু তাই নয়, এখন অনেক রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে।

জোটবদ্ধ হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছে। তিনি বলেন, অনেককে দেখেছি সরকারের বিরুদ্ধে কড়া কড়া কথা বলেছেন। কিন্তু এখন দেখছি তারা সরকারের কোলে বসে আছেন। এমপি হওয়ার এতই শখ, এতই আনন্দ যে, ক্ষমতার জন্য এতদিনের সব কথা বদলাতে হলো। প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, সরকার এই সুযোগ সৃষ্টিতে বাধা দেবে। কারণ তারা জানে এটা না করলে তাদের জেতার কোনো সুযোগ নেই। তিনি বলেন, একজন রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর অন্যদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দলের প্রধানকে কারাগারে আটকে রাখা হয়েছে। এটা কি লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর