× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হার নিয়ে শুরু শাপলা এলিনার

খেলা

স্পোর্টস রিপোর্টার
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

ইউনেক্স সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম দিনেই হতাশ করেছেন দেশের দুই শীর্ষ বাছাই নারী শাটলার শাপলা আক্তার ও এলিনা সুলতানা। তবে পুরুষ এককের নিজ নিজ খেলায় জিতেছেন পুরুষ শাটলাররা। গতকাল শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব মো. আবদুল মালেক। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও ওয়ালটনের এফএম ইকবল বিন আনোয়ার উপস্থিত ছিলেন। দিনের শুরুটা স্বাগতিকদের জয় দিয়েই হয়েছে। সাতটি জয় দিয়ে প্রথম দিনটি রাঙান স্বদেশি শাটলাররা। এর মধ্যে দেশের শীর্ষ বাছাই শাটলার গৌরব সিং ২২-২০ ও ২১-১৫ পয়েন্টে মরিশাসের মালভিন আপ্পিয়াকে হারান। আহসান হাবিব পরশ ২১-৮ ও ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ রাফাহকে হারান।
আবদুল খালেক ২১-১৪ ও ২১-১৬ পয়েন্টে হারিয়ে দেন মরিশাসের রামরাখা শাহিরকে। এছাড়া সালমান খান ২১-৮ ও ২১-৬ পয়েন্টে মরিশাসের পুলতো তেজরাজকে, মঙ্গল সিংহ ভারতের শচিন চন্দ্র শেখর ও লাল চাঁন ভারতের কিরণ কুমারের বিপক্ষে ওয়াকওভার পান। পুরুষ বিভাগে আরিফুল ইসলাম তুহিন ২১-৫ ও ২১-৮ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ আকিফকে হারান।
অন্যদিকে মহিলা বিভাগে শীর্ষ বাছাই শাটলাররা হারলেও জিতেছেন কেবল রেহেনা। রেহেনা পারভীন ২১-১৮, ২০-২২ ও ২১-১৮ পয়েন্টে হারান মরিশাসের জেমিমা স্যাংককে। এছাড়া শীর্ষ বাছাই এলিনা সুলতানা ২১-১৯ ও ২১-১৩ পয়েন্টে যুক্তরাষ্ট্রের রুহি রাজুর কাছে, শাপলা আক্তার ২১-২ ও ২১-১০ পয়েন্টে ভিয়েতনামের লিনগুয়েনের কাছে, উর্মি আক্তার ২১-৪ ও ২১-৫ পয়েন্টে থাইল্যান্ডের চানানচিদার কাছে হার দেখেন। আর দুলালী হালদার ইন্দোনেশিয়ার ইয়াসনিতা এঙ্গিরার সঙ্গে প্রথম সেটে ২১-৭ পয়েন্টে হারলেও দ্বিতীয় সেটে ৬-০ পেয়েন্টে পিছিয়ে থাকার সময় ব্যথা পেয়ে কোর্ট ছড়েন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর