× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

স্মিথ-ওয়ার্নারের জন্য ব্যথিত কোহলি

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রতি অজিদের আচরণের জন্য ব্যথিত বিরাট কোহলি। গতকাল অজি সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন অনুভূতির কথা জানান ভারত দলের অধিনায়ক। গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা দেয় অজি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিরিজের মাঝপথে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে উড়িয়ে নেয়া হয় স্মিথ-ওয়ার্নারকে। বিমানবন্দরে স্মিথ-ওয়ার্নারকে অপরাধীর চোখে দেখেছেন নিরাপত্তাকর্মীরা। ব্যাপারটা তখন ভীষণ সমালোচিত হয়েছিল ক্রিকেট মহলে। বিরাট কোহলি এ নিয়ে বলেন, ‘বিমানবন্দরে তাদের সঙ্গে যে ব্যবহার করা হয় এবং যেভাবে ঘেরাও করে নিয়ে যাওয়া হয়েছিল, তা আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। এ নিয়ে আমার মন্তব্য করা হয়তো শোভন নয়, তবে ক্রিকেটার হিসেবে আমি কখনোই এমন ব্যবহার আশা করি না।’ সংবাদমাধ্যম ফক্স ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাবেক সফল উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে দেয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এটা দুঃখজনক।
কেউ এমন ব্যবহার পাক, তা আমি চাই না। আর কাউকে যেন এমন কিছুর মুখোমুখি হতে না হয়। মাঠের লড়াইয়ের কথা বাদ দিন, দুজন ক্রীড়াবিদ এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তা আপনি কখনোই চাইবেন না। বিশেষ করে ঘটনার পর তাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, খুব খারাপ লেগেছে। এমন কিছু আর কখনোই কারও সঙ্গে ঘটা উচিত না।’ চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় নিয়ে এবারের অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ভারত। অস্ট্রেলিয়ায় এ নিয়ে ১২ বারের সফরে প্রথমবার সিরিজের প্রথম টেস্টে জয় দেখলো ভারতীয়রা। অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ জয়ের নজির নেই । ॥
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর