× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

পঞ্চপাণ্ডবের ‘সেঞ্চুরি’

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

২০০৭ সাল থেকে ২০১৮। আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে ১০০ ম্যাচ খেলে নিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’। বিশ্ব ক্রিকেটে সব ফরমেট মিলিয়ে পাঁচজনের একত্রে একশ’ ম্যাচ খেলার ঘটনা রয়েছে আরো ৬৪টি। বাংলাদেশ দলের আজকের সাফল্যের নেপথ্যে সামনে থেকে নেতৃত্ব দেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ। একসঙ্গে তাদের আগের ৯৯ ম্যাচের মধ্যে ৬৯ ওয়ানডে, ২৯ টি-টোয়েন্টি ও ১টি টেস্ট রয়েছে। ওই ৯৯ ম্যাচের মধ্যে ৪৭টিতেই (৩৪ ওয়ানডে, ১২ টি-টোয়েন্টি, ১ টেস্ট) জিতেছে বাংলাদেশ। ৪৮ ম্যাচে হার ও ৪ ম্যাচ পরিত্যক্ত হয়।
২০০৭ সালে মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের পর একসঙ্গে খেলে আসছেন এই পাঁচজন। এই পাঁচ ক্রিকেটারের একসঙ্গে খেলা প্রথম ম্যাচ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। যেটি অধিনায়ক মাশরাফির প্রথম ও ক্যারিয়ারের এখন পর্যন্ত তার সর্বশেষ টেস্ট হয়ে আছে। চোটজর্জর ক্যারিয়ারে সাদা পোশাকে নিয়মিত থাকতে না পারলেও সীমিত ওভারে নিজের সর্বোচ্চ দিয়ে যাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’। মাশরাফি এখন শুধু ওয়ানডে খেলছেন। টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। বাংলাদেশ দলে ‘পঞ্চপাণ্ডবের’ উপস্থিতিতে ২০১৫ সাল থেকে সাফল্যের পাল্লা ভারী। ২০১৫ সালের জানুয়ারি থকে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে পর্যন্ত খেলা ৫১ ম্যাচের ২৮টি জিতেছে বাংলাদেশ। জয়ের হার ৫৪.৯০ শতাংশ। অঙ্কের হিসেবের বাইরে এই সময়েই সবচেয়ে সফল টাইগাররা। আইসিসি টুর্নামেন্টে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে লাল-সবুজ জার্সিধারীরা। আর প্রতিটি সাফল্যেই এই পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ মুখ্য ভূমিকা রাখেন। এ ছাড়াও ২০১২ ও ২০১৪ এশিয়া কাপের ফাইনাল খেলার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। ২০১৫ সালেই দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারের লজ্জায় ডোবায় মাশরাফি বাহিনী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর