× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

RedOrange / সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইন ইমেজ প্লাস

অনলাইন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) ডিসেম্বর ১২, ২০১৮, বুধবার, ৯:২৪ পূর্বাহ্ন

জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইন ‘ইমেজ প্লাস’ প্রকল্প। ১৬ দিন ব্যাপী এ ক্যাম্পেইন প্রকল্পের অংশ হিসেবে ১১ই ডিসেম্বর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বিবাহিত কিশোরীদের সহিংসতা বিষয়ে একটি সেমিনার এর আয়োজন করে 'তেরে দেস হোমস' ।

এ বছর এই বিশেষ প্রচারণার উপপাদ্য- ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড #হিয়ার মি টু’। এরই অংশ হিসেবে বিবাহিত কিশোর ও কিশোরী তাদের বিবাহ পরবর্তী জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা অধিদপ্তর, নারী ও শিশু মন্ত্রণালয় মহাপরিচালক কাজী রওশান আখতার বলেন, সরকারী সংস্থা ও বেসরকারী সংস্থা সবাইকে একসাথে কাজ করতে হবে যেন আমরা মেয়েদের প্রতি সহিংসতা বন্ধ করতে পারি ও নারী-পুরুষের সমতা আনতে পারি।

অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ডক্টর আবুল হোসেন, নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর ও জেন্ডার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি ডক্টর অ্যানি ভেসজেন্স এবং মানবাধিকার কর্মী সালমা আলী।টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এর আয়োজনে ইমেজ প্লাস প্রকল্পের সহযোগী সংগঠন সমূহ সহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনসমূহ ও সিভিল সোসাইটি নেটওর্য়াক অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি নারী ও শিশু মন্ত্রণালয় এবং এমএএসপিভিএডব্লিউয়ের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন বলেন, শুধুমাত্র তিনটি জেলায় বিবাহিত কিশোরীদের নিয়ে কাজ করলে হবেনা, সারা দেশে কাজ করতে হবে যেন আমরা বিবাহিত কিশোরীদের প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ করতে পারি।

অন্যান্য বক্তাগণসর্বক্ষেত্রের নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার পাশাপাশি বিশেষ করে তাঁরা বিবাহিত কিশোরীদের সার্বিক চিত্র তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের  সামগ্রিক কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন।
নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত ইমেজ প্লাস প্রকল্পটি বিবাহিত কিশোরীদের ক্ষমতায়নে কাজ করছে নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধ জেলায়। প্রকল্পটি সার্বিক পরিচালনার দায়িত্বে আছে তেরে দেস হোমস নেদারল্যান্ড, যোগাযোগ ও কৌশলগত সহযোগী রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস্ এবং মাঠ পযায়ে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে তেরে দেস হোমস ফাউন্ডেশন, এসকেএস ও পল্লীশ্রী।
RedOrange

সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইন ইমেজ প্লাস
অনলাইন ডেস্ক: জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইন ‘ইমেজ প্লাস’ প্রকল্প। ১৬ দিন ব্যাপী এ ক্যাম্পেইন প্রকল্পের অংশ হিসেবে ১১ই ডিসেম্বর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বিবাহিত কিশোরীদের সহিংসতা বিষয়ে একটি সেমিনার এর আয়োজন করে রেড অরেঞ্জ কমুনিকেশন।

এ বছর এই বিশেষ প্রচারণার উপপাদ্য- ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড #হিয়ার মি টু’। এরই অংশ হিসেবে বিবাহিত কিশোর ও কিশোরী তাদের বিবাহ পরবর্তী জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা অধিদপ্তর, নারী ও শিশু মন্ত্রণালয় মহাপরিচালক কাজী রওশান আখতার বলেন, সরকারী সংস্থা ও বেসরকারী সংস্থা সবাইকে একসাথে কাজ করতে হবে যেন আমরা মেয়েদের প্রতি সহিংসতা বন্ধ করতে পারি ও নারী-পুরুষের সমতা আনতে পারি।

অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ডক্টর আবুল হোসেন, নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর ও জেন্ডার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি ডক্টর অ্যানি ভেসজেন্স এবং মানবাধিকার কর্মী সালমা আলী।টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এর আয়োজনে ইমেজ প্লাস প্রকল্পের সহযোগী সংগঠন সমূহ সহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনসমূহ ও সিভিল সোসাইটি নেটওর্য়াক অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি নারী ও শিশু মন্ত্রণালয় এবং এমএএসপিভিএডব্লিউয়ের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন বলেন, শুধুমাত্র তিনটি জেলায় বিবাহিত কিশোরীদের নিয়ে কাজ করলে হবেনা, সারা দেশে কাজ করতে হবে যেন আমরা বিবাহিত কিশোরীদের প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ করতে পারি।

অন্যান্য বক্তাগণসর্বক্ষেত্রের নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার পাশাপাশি বিশেষ করে তাঁরা বিবাহিত কিশোরীদের সার্বিক চিত্র তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের  সামগ্রিক কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন।

নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত ইমেজ প্লাস প্রকল্পটি বিবাহিত কিশোরীদের ক্ষমতায়নে কাজ করছে নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধ জেলায়। প্রকল্পটি সার্বিক পরিচালনার দায়িত্বে আছে তেরে দেস হোমস নেদারল্যান্ড, যোগাযোগ ও কৌশলগত সহযোগী রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস্ এবং মাঠ পযায়ে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে তেরে দেস হোমস ফাউন্ডেশন, এসকেএস ও পল্লীশ্রী।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর