× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিয়ানীবাজারে ডাকাতি

বাংলারজমিন

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

 বিয়ানীবাজারে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে ফখরুল হোসেন লস্করের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ দুই লাখ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক ফখরুল হোসেন লস্কর জানান, আনুমানিক রাত রান্নাঘরের দরজা ভেঙে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। তারা সংখ্যায় ৭-৮ জন ছিল। প্রথমে ডাকাতরা রান্নাঘরের পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় একজন নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে তাকে দিয়েই ঘরের অন্য সদস্যদেরকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতির কাজে বাধা দিতে গেলে ডাকাতের লাঠিতে তিনি আঘাতগ্রাপ্ত হন। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার (যার মূল্য প্রায় ৫ লাখ টাকা) লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শঙ্কর কর বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর