× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মৃধা সমর্থকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১০ বছরের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। মহাজোটের মনোনয়নের পত্র ও দলীয় মহাসচিব স্বাক্ষরিত পত্র নির্বাচন কমিশনকে দেয়ার পরও মৃধার প্রতীক বরাদ্দে চলছে জটিলতা। ‘লাঙ্গল’ ও ‘নৌকা’ মহাজোটের দুই প্রতীকের কোনোটাই পাচ্ছেন না মৃধা। তাই মহাজোটের প্রতীক পাওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার তার সমর্থকরা সরাইলের শাহবাজপুর প্রথম গেট নামক স্থানে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বসে। দীর্ঘ ১ ঘণ্টা ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট, চট্টগ্রাম-সিলেট ও ময়মনসিংহ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ থাকে। পথচারী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। সরজমিন ও দলীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনি গত ১০ বছর ধরে মহাজোটের এমপি। প্রাথমিক অবস্থায় মৃধাকে জাপা মনোনয়ন না দেয়ায় প্রতিবাদ মুখর হয়ে ওঠে তার সমর্থকরা।
কারণ এ আসনের দীর্ঘদিনের দাবি ও স্লোগান ছিল ‘বহিরাগত ঠেকাও’। প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে লোকজন। অবরোধ, জ্বালাও পোড়াওয়ে একাকার। রেজাউলের সরাইলে আসার খবরে হাটেঘাটে সড়কে প্রতিবাদী অবস্থান নিতে থাকে মৃধা সমর্থকরা। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ সতর্ক অবস্থায় চলে আসে।

 গত ৮ই ডিসেম্বর রাতে জাপার বর্তমান মহাসচিব মশিউর রহমান রাঙ্গা স্বাক্ষরিত একটি পত্র প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরণ করা হয়। ওই পত্রের বিষয় ‘লাঙ্গল প্রতীক বরাদ্দ প্রসঙ্গে’। পত্রে বলা হয়, জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জেলা জাপার আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বর্তমান এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। দলীয় ভুল বোঝাবুঝির প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রকৃতপক্ষে তাকেই জাপা বা মহাজোটের প্রার্থী মনোনীত করা হলে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেয়া হলেও জেলা রিটার্নিং কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া তাকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেননি। অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা শুধু জাতীয় পার্টির প্রার্থীই নন। তিনি মহাজোটের মনোনীত প্রার্থীও। এমতাবস্থায় জাপা ও মহাজোটে মনোনীত প্রার্থী মৃধাকে লাঙ্গল প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হলো। এরপরও মহাজোটের প্রতীক বরাদ্দ না পাওয়ায় ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছে মৃধার সমর্থকরা। আর এ জন্যই কেন্দ্রের পত্রের মূল্যায়ন করে মহাজোটের (জাপা’র) প্রতীক ‘লাঙ্গল’ মৃধাকে বরাদ্দ দিতে কালক্ষেপণ করায় সরাইলের সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট অবরোধ করেছে। অবরোধকারীরা দ্রুত জিয়াউল হক মৃধাকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি। মৃধা বলেন, মহাজোট নেত্রী শেখ হাসিনা ও জাপা কর্র্তৃক ঘোষিত তালিকাভুক্ত প্রার্থী আমি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অজ্ঞাত কারণে ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিচ্ছেন না। এ ঘটনায় ক্রমেই আমার গোটা নির্বাচনী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় হয়ত বা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জেলা প্রশাসককে এর দায়-দায়িত্ব নিতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর