× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢাকা-৬ /ঘোড়ার গাড়িতে প্রচার ফিরোজের

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

 প্রতীক বরাদ্দ চূড়ান্ত হওয়ার পর গতকাল ঢাকা-৬ আসনে মাঠে নেমেছেন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ। অন্যদিকে, মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। তিনি অভিযোগ করেছেন মামলা, হামলার কারণে এখনো মাঠে নামতে পারেন নি। তবে, তিনি দুই-একদিনের মধ্যে প্রচারণার কাজ শুরু করবেন। এর জন্য সবাইকে সংগঠিত করার জন্য সময় নিচ্ছেন। সুব্রত চৌধুরীর এই যখন অবস্থা ঠিক তার বিপরীত মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সরজমিন গিয়ে দেখা যায়, গতকাল তার নির্বাচনী প্রচারণা শুরু করেন হাটখোলা রোডের শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকাল ৩টায় ভিক্টোরিয়া পার্কে সভা করার পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজী ফিরোজ রশিদের সমর্থনে বিশাল শোডাউন করেন।
এ সময় ঘোড়ার গাড়িতে করে প্রচার চালান ফিরোজ রশীদ।
নির্বাচনী সমাবেশে কাজী ফিরোজ বলেন, দেশের উন্নয়নের সঙ্গে লাঙ্গল আজ এক হয়েছে। এই নৌকা আর লাঙ্গল এক থাকলে অশুভ শক্তি এই দেশের কোনো ক্ষতি করতে পারবে না। ভিক্টোরিয়া পার্কের সমাবেশে আরো বক্তব্য রাখেন- নগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ মান্নাফী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার বাবুসহ আরো অনেকে। পরে সন্ধ্যায় তিনি গেন্ডারিয়ায় উঠান বৈঠক করেন। ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরী দুই-একদিন পর মাঠে নামার কথা জানিয়েছেন। এ ছাড়া এ নির্বাচনী এলাকায় হাতপাখা প্রতীকের পোস্টার দেখা গেছে কিছু এলাকায়। ঢাকা-৬ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ২৭৬ জন। এই আসনটিতে উন্ননের পাশাপাশি সংখ্যালঘু ভোটার একটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কারণ এখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি। এ আসনের সব কটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর