× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দিনের সাক্ষাৎকার / এখন প্রত্যেকটি দিন ও মূহুর্ত ইসির জন্য পরীক্ষা

অনলাইন

মরিয়ম চম্পা
(৫ বছর আগে) ডিসেম্বর ১২, ২০১৮, বুধবার, ১১:১৩ পূর্বাহ্ন

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, এখন বল’টা কিন্তু (নির্বাচন কমিশন) তাদের কোটে। নির্বাচন কমিশন নিজ দায়িত্বে মাঠে নেমেছে। এখন প্রত্যেকটি দিন প্রত্যেকটি মূহুর্ত তাদের জন্য পরীক্ষা। তিনি বলেছেন, নির্বাচন হচ্ছে। সবাই তাতে অংশগ্রহণ করছে। সেই হিসেবে এতোদিন যে নির্বাচনগুলো হয়েছে তার থেকে গুণগত পার্থক্য হচ্ছে বিভিন্ন ধরণের দল নির্বাচনে অংশগ্রহণ করছে। সেদিক থেকে নির্বাচন অংশগ্রহণমূলক। এখন অপেক্ষা করতে হবে জনগণ বা ভোটাররা কিভাবে অংশগ্রহণ করে।
নির্বাচনী মাঠে কোনো বাধার সৃষ্টি হচ্ছে কি না এটা দেখা দরকার। অন্যথায় দলের দিক থেকে সব ঠিক আছে। মানবজমিনের সাথে আলাপচারিতায় তিনি এসব বলেন।

নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রার্থী বাছাই এবং প্রার্থী বৈধ ঘোষণার প্রক্রিয়াটা শক্ত ছিল। ভালো ছিল। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং মাঠে যারা মেজিস্ট্রেট আছেন তাদের। তারা যদি এখন সক্রিয় না হয় এবং আইনের সঠিক প্রয়োগ না করে তাহলে হয়তো নির্বাচনী মাঠে অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, ‘ল এন্ড অর্ডার’র সিচুয়েশনে পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব এরা আইনগতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাদের ওপর মানুষের এক ধরণের অনাস্থা ও অনিহা আছে। এক্ষেত্রে ১৫ তারিখ থেকে মাঠে সেনাবাহিনী কিভাবে কাজ করবে সে বিষয়টা খুব স্বচ্ছ নয়।

কেমন নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আগাম কিছু বলার নাই। যতো দিন যাবে আস্তে আস্তে এটা পরিষ্কার হবে। এখন এই পর্যন্ত ‘সো ফার সো গুড’। প্রচারণা শুরু হয়ে গেছে। দুই একদিনের মধ্যে সব প্রার্থী মাঠে নামবে। শেখ হাসিনা নিজেও প্রচারণা শুরু করবেন। বিএনপির প্রার্থীরাও মাঠে নেমে গেছেন। এখন এটাই দেখতে হবে কি প্রক্রিয়া মাঠে তৈরি হয়।

জোট-মহাজোটে নির্বাচন হচ্ছে এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে কতোটা স্থিতি আনতে পারবে এ বিষয়ে তিনি বলেন, স্থিতি আনতে পারবে কি পারবে না সেটা আমি এখন বলবো কেনো। আগে একটি ভালো নির্বাচন হওয়া দরকার। তাই নির্বাচন নিয়ে এখন কোনো রকমের সন্দেহ তৈরি করতে চাই না। আবার অতি উচ্চ আশাও পোষণ করতে চাই না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর