× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নকআউট পর্বে টটেনহ্যাম, ইন্টারের বিদায়

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, বুধবার

বার্সেলোনার মাঠে ১-১ গোলের ড্রয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের টিকিট কাটলো টটেনহ্যাম। আর নিজ মাঠে পিএসভি আইনদোভেনের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের হতাশায় গ্রুপ পর্বেই বিদায় নিতে হলো ইন্টার মিলানকে। ৬ ম্যাচে টটেনহ্যাম ও ইন্টারের পয়েন্ট সমান ৮। হেড-টু-হেড অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোতে পা রাখে স্পাররা। এক ম্যাচ হাতে রেখে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বার্সা। আর লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকেদের বেঞ্চে রেখে তরুণদের পরখ করেন কোচ আরনেস্তো ভালভার্দে। ম্যাচের ৭ মিনিটেই দর্শনীয় গোলে বার্সাকে লিড এনে দেন উসমান দেম্বেলে। স্পারদের ফ্রি-কিক হেডে ক্লিয়ার করে বার্সা।
আর নিজেদের অর্ধে বল পেয়ে টটেনহ্যামের ডি-বক্সের দিকে ছোটেন দেম্বেলে। দুর্দান্ত ক্ষিপ্রতায় ডিফেন্ডার কাইল ওয়াকারকে পেছনে ফেলে ডি-বক্সের ডান পাশ দিয়ে ঢুকে পড়েন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। দেম্বেলের শট ঠেকাতে ডাইভ দেন মিডফিল্ডার হ্যারি উইঙ্কস। কিন্তু ডান পায়ে শট না নিয়ে দারুণ দক্ষতায় বল বাম পায়ে এনে ফিনিশিং টানেন দেম্বেলে। কাইল ওয়াকার ডাইভ দিলেও ততক্ষণে পরাস্ত হন টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিস। ৮৫ মিনিটে বাম পাশ থেকে হ্যারি কেইনের নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা। ১-১ সমতায় ফেরে স্পাররা। ইন্টারের সামনে টটেনহ্যামকে পেছনে ফেলার একটাই উপায় ছিল, পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা। কিন্তু সান সিরো স্টেডিয়ামে ১৩ মিনিটেই হারভিং লোজানোর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৭৩ মিনিটে ইন্টারকে ম্যাচে ফেরান আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। শেষ পর্যন্ত ১-১ ম্যাচ শেষ হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর