× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গউছের গণসংযোগ

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন, নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতেই আমাকে কারাগারে হত্যার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। ১৩শ’ ৯১ দিন আমাকে বিনা অপরাধে কারাগারে থাকতে হয়েছে। তবুও কোনো অন্যায়ের সঙ্গে আমি আপস করিনি। সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করেছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের জন্য কাজ করে যাবো। কোনো অপশক্তি জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। মহান আল্লাহ্‌ আমার সঙ্গে আছেন।
তিনি গত মঙ্গলবার বিকালে উচাইল চারিনাও বাজারে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট প্রার্থনা করে জি কে গউছ বলেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী। যার জীবনে কোনো নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানের শীষের প্রার্থী সাদেক হোসেন খোকা ও মেজর (অব.) আক্তারের নিকট পরাজিত হয়েছিলেন। তাই বিএনপি নেতাকর্মীরা একটি স্ল্লোগান দিয়ে থাকেন- ‘নেত্রী মোদের খালেদা-গর্ব মোদের আলাদা’। সেই নেত্রী মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ৭৪ বছর বয়সে কারাবন্দি হয়েছেন। বিএনপি নেতাকর্মীরা মরবে কিন্তু ধানের শীষের বিজয় কাউকে ছিনিয়ে নিতে দিবে না। আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা হবে। একটি ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তির পথ সুগম করতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। রাজিউড়া ইউনিয়ন বিএনপি’র ফয়জুল ইসলাম ফজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- স্থানীয় মুরব্বি মাহফুজ মিয়া, ওয়াব উল্লাহ, বেনু মিয়া, আক্কাস মিয়া, আজম মিয়া, আজিদ মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর