× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ গুলি

ইলেকশন কর্নার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার

 সিরাজগঞ্জ সদরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোণের পাশাপাশি গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। সদর থানার পরিদর্শক নূরুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে শিয়ালকোল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশচন্দ্র সাহার ধুকুরিয়া গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছে পুলিশ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতারা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
জগদীশচন্দ্র সাহার বরাত দিয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন বলেন, ১০-১২ জনের একটি দল মোটরসাইকেলে করে গিয়ে জগদীশের বাড়ির পেছনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তাছাড়া তারা দুই রাউন্ড গুলি ছোড়ে। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নির্বাচনী পরিবেশ নষ্টের জন্য সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িতে এ ধরনের নিকৃষ্ট হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে বিএনপি এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নিজেরাই পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
এখন বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। খবর পেয়ে বুধবার সকালে পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর