× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কয়েন নয়, টস হবে ব্যাট দিয়ে

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার

অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লীগের বড় চমক এবার টস করার পদ্ধতি। ম্যাচের আগে কয়েনের বদলে ব্যাট দিয়ে হতে যাচ্ছে টস ভাগ্য। এমন অদ্ভুত নিয়মই চালু করতে যাচ্ছে বিগ ব্যাশ আয়োজকরা। আন্তর্জাতিক ক্রিকেটে এখন যে স্টাম্পের বেলে টাচ লাগলেই সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে, তার উৎপত্তি এই বিগ ব্যাশ থেকেই। এটিকে বলা হয় ‘জিং বেলস’। এবার টস থেকে কয়েনের বিলুপ্তির পথে হাঁটছে বিগ ব্যাশ। কয়েনের জায়গা নেবে ক্রিকেট ব্যাট। এই নিয়ম চালু হলে আইসিসি তা লুফে নেবে কিনা তা সময়েই বলে দেবে।
১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের শুরু থেকেই ঐতিহ্যগতভাবে কয়েন দিয়ে টস হয়ে আসছে। নতুন নিয়মে বলা হচ্ছে, টস করার আগে দুই অধিনায়ক সিদ্ধান্ত নেবেন কে ব্যাটের ‘হিলস’ (অসমতল অংশ) নেবেন, আর কে ‘ফ্ল্যাটস’ (সমতল অংশ) নেবেন। দুই অধিনায়কের মতামত নেয়ার পরে কয়েনের মতোই উপরে ব্যাট ছোড়া হবে। তারপর সেই ব্যাট ভূপাতিত হলে দেখা হবে ‘ফ্ল্যাটস’ উঠেছে, না ‘হিলস’। কিন্তু অসমতল হওয়ার কারণে যদি সবসময় ‘হিলস’ ওঠে? তবে তো অধিনায়কেরা সব সময় ‘হিলস’ই ডাকার চেষ্টা করবেন! এটিরও সমাধান প্রস্তুত। টসে এরকম কিছুই হবে না বলে জানিয়েছেন বিগ ব্যাশ লিগের প্রধান কিম ম্যাককোনি। তিনি বলেন, ‘এমন কিছুই হবে না। আমরা কুকাবুরার (ব্যাট প্রস্তুতকারক কোম্পানি) সঙ্গে কথা বলেছি। তারা শুধু এই টস করার জন্য বিশেষভাবে ব্যাট প্রস্তুত করবে, যে ব্যাট দিয়ে টস করা হলে দুই দিকই পড়ার সম্ভাবনা থাকবে ৫০-৫০।’ আগামী ১৯ই ডিসেম্বর বিগ ব্যাশের অষ্টম আসরের পর্দা উঠবে। ব্রিসবেন হিট ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়েই ‘ব্যাট টস’ নিয়ম চালু হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর