× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গ্রুপ সেরা পিএসজি, নাপোলির বিদায় / লিভারপুলকে শেষ ষোলোতে নিলেন সালাহ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার

‘সি’ গ্রুপের কঠিন সমীকরণে শেষ হাসি হাসলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও লিভারপুল। আর তিনবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ী কোচ কার্লো আনচেলত্তির দল নাপোলিকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকেই। মঙ্গলবার অ্যানফিল্ডে বাঁচা-মরার ম্যাচে মোহাম্মদ সালাহর গোলে নাপোলিকে ১-০ গোলে হারায় গতবারের রানার্সআপ লিভারপুল। ইনজুরি সময়ে দুর্দান্ত সেভে অল রেডদের রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন বেকার। রেডস্টার বেলগ্রেডের মাঠে ৪-১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে পৌঁছায় পিএসজি। নকআউট পর্বে ওঠার এতো কাছে এসেও কপাল পুড়ে প্রথম পাঁচ ম্যাচ শেষে শীর্ষে থাকা নাপোলির। ৬ ম্যাচে লিভারপুল ও নাপোলি দুই দলেরই সংগ্রহ দাঁড়ায় ৯ পয়েন্ট। হেড-টু-হেড পয়েন্ট, হেড-টু-হেড গোল ব্যবধান, হেড-টু-হেড গোল, হেড-টু-হেড অ্যাওয়ে গোল, গ্রুপের সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধানেও (+২) সমঅবস্থানে থাকার পর মোট গোল স্কোরে দ্বিতীয় স্থানের নিষ্পত্তি হয়।
গ্রুপের ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ বার বল পাঠায় লিভারপুল। আর ৬ ম্যাচে ৭ গোল করে নাপোলি। মুখোমুখি লড়াইয়ে দুই দলই নিজ মাঠে ১-০ গোলের জয় পায়। তৃতীয় স্থানে থাকা নাপোলিকে ইউয়েফা ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডে দেখা যাবে। ৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ১ হারে পিএসজির সংগ্রহ ১১ পয়েন্ট। রেড স্টারের পয়েন্ট ৪। লিভারপুলের মাঠে হার এড়ালেই নকআউট পর্বে উত্তীর্ণ হতো নাপোলি। লিভারপুলকে জিততে হতো ন্যূনতম ক্লিনশিট (১-০) বা দুই গোলের ব্যবধানে। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে বোর্নমাউথের মাঠে (৪-০) হ্যাটট্রিক করে ফর্মে ফেরা সালাহই গড়ে দেন। ম্যাচের ৩৪ মিনিটে গোলপোস্টের ডান পাশে দুরূহ কোণ থেকে দারুণ ফিনিশিং টানেন এই মিশরি ফরোয়ার্ড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ৯২ মিনিটে কাঙ্ক্ষিত পয়েন্টের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে নাপোলি। ডি-বক্সের বাইরে থেকে উড়ে আসা বল গোলমুখের সামনে পেয়ে যান স্ট্রাইকার আর্কাদুইজ মিলিক। চমৎকার দক্ষতায় ডান পায়ে তার শট রূখে দিয়ে লিভারপুলের ত্রাতা বনে যান ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। আর ২০০৮-০৯ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লীগের টানা দুই মৌসুমে নকআউট পর্বের টিকিট কাটে লিভারপুল। এই মৌসুমেই রেকর্ড দামে (৭২.৫ মিলিয়ন ইউরো) অ্যালিসনকে দলে ভেড়ায় লিভারপুল। পরে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের রেকর্ড ভেঙে চেলসিতে যোগ দেন স্পেনের কেপা আরিজাবালাগা। নাপোলি ম্যাচ শেষে অ্যালিসনের প্রশংসা করতে গিয়ে কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, তার ট্রান্সফার ফি’ কম হয়ে গেছে। এই জার্মান কোচ বলেন, ‘যদি আমি জানতাম অ্যালিসন এরকম দক্ষ গোলরক্ষক তবে আমি দ্বিগুণ দাম দিতাম। সালাহর গোলটি ছিল অবিশ্বাস্য। কিন্তু অ্যালিসনের সেভ নিয়ে বলার ভাষা নেই। এটা ছিল রক্ষাকর্তার ভূমিকা।’

গ্রুপ পর্বের দুই ম্যাচ মিলিয়ে সার্বিয়ান ক্লাব রেডস্টারের জালে ১০ গোল দেয় নেইমার-এমবাপ্পের পিএসজি। প্যারিসে দুই দলের প্রথম ম্যাচে ৬-১ গোলে আসরের প্রথম জয় কুড়ায় ফরাসি চ্যাম্পিয়নরা। এবার নিজ মাঠে ইউরোপের ক্লাব ফুটবল প্রতিযোগিতায় ৩৭৪ মিনিট পর গোল হজম করলো রেডস্টার। ম্যাচের ৯ মিনিটে গোল উৎসবের সূচনা করেন এডিনসন কাভানি। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দুইটি গোলেই অ্যাসিস্ট করেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। ৫৬ মিনিটে একটি গোল পরিশোধ করে স্বাগতিকরা। ৭৪ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার ফ্রি-কিকে হেডে গোল পান মারকুইনহোস। আর ইনজুরি সময়ে নেইমারের পাসে বল জালে পাঠান এমবাপ্পে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর