× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক ম্যানেজারের কাণ্ড

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার

সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার ম্যানেজার (এজিএম) সত্যেন চন্দ্র দেবনাথের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকরা কোনো কাজ নিয়ে তার কক্ষে গেলে ক্ষিপ্ত আচরণ করছেন তিনি। গরু-ছাগল বলে গালাগালও করছেন গ্রাহকদের। গ্রাহকরা কোনো অভিযোগ করলে তাদেরকে প্রাইভেট ব্যাংকে চলে যেতে বলছেন। গতকাল  দুপুরে ওই শাখায় বিদ্যুৎ সংযোগের জামানতের টাকা জমা দিতে গিয়ে ম্যানেজার সত্যেনের চরম দুর্ব্যবহারের শিকার হন সাংবাদিক জাবেদ রহিম বিজন ও শফিকুল আলম স্বপন। তারা জানান-দুপুর সোয়া ১টার দিকে বিদ্যুৎ সংযোগের জামানতের টাকা জমা দিতে ওই শাখায় যান। তখন সব কাউন্টার ব্যাংকের কর্মচারী শূন্য দেখতে পান। দু-একজন বসে গল্প করছিলেন।
তাদের একজন এটি জমা দেয়ার জন্য দুপুর ২টার পর আসতে বলেন। এরপর ম্যানেজারের কক্ষে গিয়ে ব্যাংকিং কার্যক্রম এই সময়ে বন্ধ কিনা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে উঠেন সত্যেন চন্দ্র দেবনাথ। বলেন-হুট করে ম্যানেজারের রুমে চলে আসে। ছাগল-পাগল সবই চলে আসে এখানে। জেলা আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে অনেকে তার সামনে এসে দাঁড়িয়ে থাকে বলেও জানান সত্যেন। তার এসব কথাবার্তার একপর্যায়ে সাংবাদিক পরিচয় দেয়ার পর ক্ষিপ্ততা বেড়ে যায় তার। এবার বলতে শুরু করেন ‘সাংবাদিক অইছেন তো কি অইছে। আমারে লেইখ্‌খা ছিঁড়া লাইবেন। যান লিখেন গিয়া।’ অন্য ব্যাংকে তো কোনো বিরতি নেই বলার পর সত্যেন বলেন, অন্য ব্যাংকে যা খুশি করুক। এই ব্যাংকে ভালো না লাগলে প্রাইভেট ব্যাংকে চলে যান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর