× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

পার্বত্য সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে সোমবার খাগড়াছড়ি সেক্টরের সবচেয়ে দুর্গম ‘উত্তর লক্কাছড়া’ এবং ‘কান্তালং’ বিওপি পরিদর্শন করেন। বিজিবি জানিয়েছে, এ দুটি বিওপি এতই দুর্গম যে, ব্যাটালিয়ন সদর থেকে হেঁটে পৌঁছাতে ৪-৫ দিন সময় লাগে এবং হেলিকপ্টারযোগে বিওপিতে মাসে ১-২ বার রেশন ও তাজা খাবার সরবরাহ করা হয়। মহাপরিচালকের নির্দেশে বিওপিতে যাতায়াতের সুবিধার্থে পায়ে চলার রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিজিবি’র নিজস্ব অর্থায়নে মোবাইল টাওয়ার স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুতের সাহায্যে বিভিন্ন ধরনের লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্র চালানোর ব্যবস্থা করা হয়েছে। বিজিবি মহাপরিচালক বিওপিতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়কদের বিওপির উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। মহাপরিচালক বিজিবি সদস্যদের জানান যে, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিজিবি’র এয়ার উইং সৃজিত হয়েছে এবং খুব শিগগিরই দুটি হেলিকপ্টার কেনা হবে। এতে পার্বত্য এলাকার দুর্গম বিওপিতে সহায়তা করা আরো সহজ হবে এবং বিওপি’র অপারেশনাল দক্ষতা ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরো বৃদ্ধি পাবে।
বিওপি পরিদর্শনকালে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, পিএসসি এবং বিজিবি’র অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্যাকেটজাত মাছ বাজারে আনতে হারভেস্ট রিচ ও ওয়ার্ল্ডফিশের মধ্যে চুক্তি

পুষ্টিকর, সুস্বাদু মাছ প্যাকেটজাত আকারে বাজারে আনতে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ডফিশ’-এর সঙ্গে অনুদান চুক্তি করেছে হারভেস্ট রিচ। চুক্তি অনুযায়ী, দাম, মান, সাধ্য, স্বাদের ও স্থানীয় বাজারের নিরিখে মাছ প্যাকেটজাত করে ভোক্তাদের জন্য বাজারজাত করবে। ইউএসএইডের সহযোগিতায় মাছজাত পণ্য এভাবে বাজারে আনবে হারভেস্ট রিচ।  রোববার রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিটি বাস্তবায়নে মাছের উপরে গবেষণার মাধ্যমে দেশীয় মাছ স্বাদ, সাধ্য ও মানের ভিত্তিতে সারা দেশে বাজারজাত করবে। ২০১৯ সালের শেষের দিকে প্যাকেটজাত মাছ বাজারে আনার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নুসরাত বারী আশা বলেন, কাঁচা পণ্য নিয়ে দেশের বেসরকারি খাতকে কাজ করতে হবে। এর মাধ্যমে দেশ দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে। ওয়ার্ল্ডফিসের কান্ট্রি ডিরেক্টর ড. মালকম ডিকসন বলেন, হারভেস্ট রিচের সঙ্গে মৎস্যজাত পণ্য নিয়ে কাজ করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে মাছ একটি গুরুত্বপূর্ণ খাবার এবং মাংসের মতো মাছেরও চাহিদা বাজারে সব সময় বর্ধিষ্ণু। মৎস্যখাতের উন্নয়ন ব্যাপক কর্মসংস্থানেরও যোগান দেবে। আমরা হারভেস্ট রিচের সঙ্গে কাজ করে এই খাতে দ্রুত উন্নয়ন সাধন করতে পারবো। বিজ্ঞপ্তি
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর