× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

খুলনায় ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলা, আহত ৫

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার

 খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হকের গণসংযোগের চলাকালে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রার্থীসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল রাতে নগরীর প্লাটিনাম জুবিলি জুট মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  আহতরা হলেন- অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, তার ছেলে যুব আন্দোলনের  মহানগর যুগ্ম সম্পাদক তানভীর, ইসলামী আন্দোলনের নেতা হাসিব, আশিকুর রহমান ও রফিকুল হাসান। ইসলামী আন্দোলনের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন বলেন, আসরের নামাজের পর খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক গণসংযোগ করছিলেন। প্লাটিনাম জুবিলি জুট মিল এলাকায় এলে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী রড লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রার্থীসহ নেতাকর্মীদের উপর পিছন থেকে হামলা চালায়। এতে প্রার্থীসহ ৫ জন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। খুলনা জেলা রিটানিং কর্মকর্তা  মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষ  থেকে হামলার খবর ফোনে জানিয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর