× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লা-৩ / আওয়ামী লীগ প্রার্থীর শোডাউন

ইলেকশন কর্নার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

 কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনকে পুনরায় বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা। দীর্ঘদিন ধরে স্থানীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং দলের কুমিল্লা উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। নির্বাচনকে সামনে রেখে ওই বিরোধ মিটিয়ে গতকাল সকাল থেকে দলের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এবং জাহাঙ্গীর আলম সরকার কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী এলাকার কমপক্ষে ২০টি স্পটে ব্যাপক গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। এতে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গণসংযোগকালে বিভিন্ন এলাকায় সড়কে জনতার ঢল নেমে আসে। এ সময় মুরাদনগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউসুফ হারুনকে পুনরায় নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন দলের নেতাকর্মী-সমর্থকরা।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন কুমিল্লা-৩ আসনের বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দলে মতবিরোধ থাকলেও নৌকার প্রতীক পাওয়ার পর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে গতকাল সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন দলের স্থানীয় প্রভাবশালী নেতা জাহাঙ্গীর আলম সরকারসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ইলিয়টগঞ্জ থেকে পথসভা ও গণসংযোগ শুরু করেন।
পরে উপজেলার ছালিয়াকান্দি, বাখরাবাদ, শুশুন্ডা, নহল চৌমুহনী, নবীপুর, কোম্পানীগঞ্জ, বাখরনগর, টনকি, চাপিতলা, বাঙ্গরা, মেটংঘর, পীরকাশিমপুরসহ প্রায় ২০টি স্পটে পথসভা করেন। এসব পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আল রশীদ, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ কাইয়ুম খসরুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। বিকালে দলের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন মুরাদনগর উপজেলা সদরে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং মুরাদনগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।   
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর