× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অব্যাহত শ্রমিক বিক্ষোভ ২০ কারখানা ছুটি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

সাভার-আশুলিয়ায় মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগে পঞ্চমদিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে তৈরি পোশাক শ্রমিকরা। গতকাল সকালে দিনের শুরুতেই শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করে। একপর্যায়ে বিক্ষোদ্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে এলে এবং বিভিন্ন কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালালে পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। শিল্প পুলিশ, শ্রমিক কারখানা ও কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের দু’টি কারখানার শ্রমিকরা মজুরি বৈষম্যের অভিযোগ তুলে কর্মবিরতিসহ বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেয়। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী ডার্ড গ্রপের একটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ ওই কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যায় পরবর্তীতে আরও কিছু উত্তেজিত শ্রমিক স্থানীয় বিভিন্ন কারখানায় একইভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা প্রদান করে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপসহ লাঠিচার্জ করে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। একই দাবিতে আশুলিয়ার জিরাবো, কাঠগড়া ও নরসিংহপুর এলাকার হামীম গ্রুপ, শারমিন গ্রুপ, টেক্স টাউন, এআর জিন্স প্রডিউসার, এফজিএস ফ্যাশন, লিলি অ্যাপারেলস, সাউদার্ন গ্রুপসহ প্রায় ত্রিশটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আশুলিয়ার কাঠগড়া এলাকার এআর জিন্স প্রডিউসার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার রওশন আলী খন্দকার বলেন, শ্রমিকরা প্রতিদিনের মতো সকালে কারখানায় প্রবেশের পর কর্মবিরতি পালন শুরু করে। একপর্যায়ে অন্য কারখানার কিছু শ্রমিক এসে আমাদের কারখানার মূল ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে তাদেরকে বের করে নিয়ে যায়। আশুলিয়া শিল্প পুলিশে-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, মজুরি বৈষম্যের অভিযোগ তুলে টানা পঞ্চম দিনের মতো সাভার-আশুলিয়ার প্রায় ত্রিশটি কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এর মধ্যে বিশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা চলে গেছে। বাকি কারখানাগুলোতে এখনও শ্রমিকরা কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ, মোতায়েন রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর