× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গণসংযোগে ধানের শীষের প্রার্থী মঞ্জু / অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

খুলনা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষের প্রার্থী মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রতীক বরাদ্দের পর থেকে গত কয়েকদিনে ধানের শীষের পোস্টার টানানোর সময় বিএনপির নেতাকর্মীদের মারপিট করা হচ্ছে এবং পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপির নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি নির্বাচনী আচরণবিধি লংঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ ও প্রচারণার তৃতীয় দিনে প্রচারণাকালে তিনি এ অভিমত প্রকাশ করেন। গতকাল সকাল ৮টায় তিনি পূর্ব বানিয়াখামার ডি আলী স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। সেখান থেকে বি কে রায় রোড, চৌধুরী গলি, ব্যাংকার্স গলি ও মতলেবের মোড় এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে ধানের  শীষের লিফলেট তুলে দেন। এরপর সকাল ১১টা থেকে নগরীর ডাকবাংলা মোড়, সোহরাওয়ার্দী মার্কেট, এসএমএ রব শপিং কমপ্লেক্স, ডাকবাংলা সুপার মার্কেট, রেলওয়ে মার্কেট এলাকায় গণসংযোগ করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর