× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

পুলিশি হয়রানি বন্ধে নির্বাচন কমিশনে মুক্তাদিরের অভিযোগ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানির অভিযোগ জানিয়ে নির্বাচন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন সিলেট-১ আসনের বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। অভিযোগ গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক ইমন। লিখিত অভিযোগপত্রে তিনি বলেন- প্রতীক বরাদ্দের পর আমরা গণসংযোগসহ প্রচারণা কার্যক্রম শুরু করেছি। কিন্তু, প্রচারণা কার্যক্রমে আমরা পুলিশ প্রশাসনের চরম বাধার সম্মুখীন হচ্ছি।  ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা আমার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী এলাকা ছেড়ে চলে যাবার জন্য হুমকি দিচ্ছে। আমার নির্বাচনী প্রচার কাজে নিয়োজিত কর্মী-সমর্থকদের বাসাবাড়িতে প্রতিনিয়ত তল্লাশি চালানো হচ্ছে এবং কর্মী সমর্থক ও তাদের স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রচারকাজে নিয়োজিত মাইক কেড়ে নেয়া ও মাইকের সংযোগ কেটে দেয়ার মতো ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে। আমার কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করে পুরনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হচ্ছে।
এ সব বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, যা প্রয়োজনে প্রমাণসহ আপনার কাছে উপস্থাপন করতে পারবো।
পুলিশের এ ধরনের আচরণ আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশের জন্য অন্তরায়। বিধায় এ ধরনের আচরণ বন্ধ করা একান্ত আবশ্যক। আসন্ন একাদশ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির করে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন  কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর