× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

নবীগঞ্জে মহাজোট ও জাপা প্রার্থীর গণসংযোগ, আতঙ্কে রেজা কিবরিয়া

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হেভিওয়েট দুই প্রার্থী নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। গতকাল নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে গণসংযোগ শেষে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় মিলিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদগাজী। মনোনয়ন দাখিল ও প্রতীক বরাদ্দের পর গতকাল প্রথবারের মতো নির্বাচনী এলাকায় শোডাউনসহ আনুষ্ঠানিক গণসংযোগে অংশ নেন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ আতিকুর রহমান আতিক। ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে এখনো আনুষ্ঠানিক গণসংযোগ শুরু হয়নি। গতকাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী এবং জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি সাইদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে বিএনপি সমর্থিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতাকর্মীর মধ্যে গ্রেপ্তার আতংক বিরাজ করছে। গ্রেপ্তার ও হামলার আতঙ্কে রেজা কিবরিয়া এখনও আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সাহস পাচ্ছেন না বলে জানান দলের একাধিক নেতা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় নবীগঞ্জ পৌরসভার বিএনপি সমর্থিত কাউন্সিলর কবির মিয়ার নেতৃত্বে শতাধিক লোকজন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
আওয়ামী লীগ ও জাপা সূত্র জানায়, ওই আসনে মহাজোটে সমঝোতা না হওয়ায় পৃথকভাবে নির্বাচনে অংশ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয়পার্টির দুই প্রার্থী। এনিয়ে নির্বচানী এলাকায় নতুন সমীকরণ দেখা দেয়। গতকাল বিকালে শহরের নতুন বাজার মোড়ে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল এক জনসভা অনুুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন পৌর আওয়ামী লীগ সভাপতি মোজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় বক্তব্য দেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ চৌধুরী, নৌকা প্রতীকের প্রার্থী শাহ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল আহমদ বেলাল প্রমুখ। জনসভা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগে অংশ নেন তিনি। ওদিকে, মহাজোটের শরিক জাপা মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক গতকাল বিকালে উপজেলা কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের ইমাম বাড়ি বাজার এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। পরে বিরাট এক মোটর শুভাযাত্রাসহ নবীগঞ্জ শহরে প্রবেশ করেন তিনি। উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আউশকান্দি এলাকায় গণসংযোগ শেষে শহরের ওসমানী সড়কে নিজ কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হন। এছাড়াও ওই আসন থেকে বাসদ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নাজমা বেগমের স্বামী চৌধুরী ফয়ছল শোয়েভ তার নির্বাচনী প্রতীক মই মার্কা এবং কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী এডভোকেট নুরুল হক গামছা প্রতীকে নির্বাচনী গণসংযোগ করছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর