× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

জামালপুর-১ আসন /মিল্লাতের মনোনয়ন স্থগিত

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বৈধ বলে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলে রুল জারি করেছেন আদালত। ফলে তার প্রার্থিতা আটকে গেল। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সাবেক তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের করা রিট আবেদনে এ স্থগিতাদেশ দেয়া হয়েছে। তিনি এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
খুরশীদ আলম খান জানান, জরুরি অবস্থার সময়ে ২০০৮ সালে দুর্নীতির মামলায় এম রশিদুজ্জামান মিল্লাতের সাত বছরের সাজা হয়েছিল তখনকার বিশেষ জজ আদালতে। পরে বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে তিনি হাইকোর্টে খালাস পান।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে হাইকোর্টের খালাসের রায় বাতিল করে মামলাটি পুনঃশুনানির জন্য পাঠান আপিল বিভাগ।
গত ২রা ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা রাশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর