× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ছাগলনাইয়ায় গুলিবিদ্ধ আসামি গ্রেপ্তার

বাংলারজমিন

ফেনী প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত জাহিদ হোসেন বাবলুকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বুধবার রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের মুহুরী নদীর মহামায়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বাবলু উপজেলার পশ্চিম ছাগলনাইয়া সাত বাড়ী এলাকার রেহান উদ্দিন ওরফে রেণু মিয়ার ছেলে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ রায় জানান, উপজেলার মহামায়া ইউনিয়নের মুহুরী নদীর মহামায়া ঘাট এলাকায় বুধবার রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলার চেষ্টা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ডাকাতদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। একপর্যায়ে পুলিশ ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুর্ধর্ষ ডাকাত জাহিদ হোসেন বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এসময় অপরাপর ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
 পায়ে গুলিবিদ্ধ বাবলুকে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত ডাকাত জাহিদ হোসেন বাবলুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে আরো একটি মামলা করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর