× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে সম্মিলিত ক্রীড়া পরিবারের সঙ্গে মোমেনের মতবিনিময়

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

‘আওয়ামী লীগের আমলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটের ক্রীড়াঙ্গনে যে উন্নয়ন করেছেন তা অবিস্মরণীয়। অর্থমন্ত্রীর আন্তরিকতায় সিলেটে আন্তর্জাতিক  ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, নির্মাণাধীন আউটার স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, দক্ষিণ সুরমায় আধুনিক বিভাগীয় স্টেডিয়াম জমি অধিগ্রহণসহ সিলেট জেলা স্টেয়িামের আধুনিকায়ন, সিলেট বিকেএসপির আধুরিনকায়ন পূর্ণাঙ্গরূপে যাত্রাসহ ক্রীড়াঙ্গনে অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ড. এ কে আবদুল মোমেনকে নির্বাচিত করে ক্রীড়া উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।’- সম্মিলিত ক্রীড়া পরিবার সিলেটের উদ্যোগে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল নগরীর একটি অভিজাত হোটেলে প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব ফয়জুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজওয়ান আহমদ, মান্না চৌধুরী, সালমা বাসিত, লিয়াকত আলী চেরাগ, শমসের জামাল প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুদেব শর্মা চৌধুরী, এনায়েত আহমদ, সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর, আবদুল মালিক রাজা, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইসতিয়াক আহমদ, তুহিন কুমার দাস মিথুন, এম. এ সাত্তার, ইমরান চৌধুরী, অ্যাডভোকেট সালমা সুলতানা, মাধুরী গুন, নুরুল আমিন, সাজেদুল ইসলাম বাপন, মুফতি খাবির, মিরাজ জাকির, মহসিন আহমদ চৌধুরী, ফাহিম মোর্শেদ বাবু, ফয়জুল ইসলাম আরিজ, আনোয়ার সাদাত, সোহরাব আহমদ পাবলু প্রমুখ। এ সময় ড. এ কে আবদুল মোমেন সম্মিলিত ক্রীড়া পরিবার প্রকাশিত লিফলেট ইমরান চৌধুরী, শমসের জামাল, হানিফ আলম চৌধুরী ও মনোজ রায় এর হাতে লিফলেট প্রদানের মাধ্যমে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন  করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর