× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিভিন্ন জেলায় বিএনপি প্রার্থীদের গাড়িবহরে হামলা

বাংলারজমিন


১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

নরসিংদীতে

নরসিংদী প্রতিনিধি: নির্বাচনী গণসংযোগ করে বাড়ি ফেরার পথে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের গাড়িবহরে হামলা হয়েছে। এতে বকুলে গাড়িসহ ১৩টি মোটরসাইকেল ভাঙচুর এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৭ বিএনপি নেতাকর্মী। গতকাল বিকালে মনোহরদী হেকিমদী এলাকায় এসব ঘটনা ঘটে। মনোহরদী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজল তালুকদার জানায়, বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল তার বহর নিয়ে প্রচারণা ও গণসংযোগ করে একদুরিয়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। বকুল বহরটি হেকিমদী এলাকায় পৌছলে আওয়ামী লীগে সদ্য যোগদানকারী মনির চেয়ারম্যানের নেতৃত্বে ৪০-৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বকুলের গাড়িসহ ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। ৩টি মোটরসাইলে আগুন ধরিয়ে দেয়।
আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এ ব্যাপারে মনির চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে চেষ্টা করা হলেও মোবাইলটি বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

নোয়াখালীতে

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, নোয়াখালী-১ (চটাখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিনের গাড়িবহরে হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় মাহবুব উদ্দিন খোকন ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামালের গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলাকারীরা বাজারের দোকানপাটেও ভাঙচুর চালায়। পরে চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, বিকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার প্রচারণার মাইক ভাঙচুর করে। এ খবর পেয়ে তিনি জয়াগ বাজারে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এ সময় চালককে মারধর করে গাড়ি ভাঙচুর করে। একই সময় চাটখিল থেকে সোনাইমুড়ী আসার পথে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও পৌর বিএনপির সভাপতির গাড়ি ভাঙচুর চালায়। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি জানান, দলের আভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।

বিজয়নগরে প্যান্ডেল ভাঙচুর

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির গণসংযোগের প্যান্ডেল ভাঙচুর করে কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে। গতকাল বেলা পৌঁনে তিনটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগের জন্য একটি প্যান্ডেল তৈরি করে। কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এই গণসংযোগে উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার আগেই  বেলা আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলমতারা দুলি ও বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী ৭০-৮০ জন নেতাকর্মীদের একটি মিছিল নিয়ে সেখানে হামলা চালায়। গণসংযোগের প্যান্ডেল, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। ভাঙচুরের বিষয়টি জানতে পেরে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।     

মুন্সীগঞ্জ বিএনপির কার্যালয়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ শহরের জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় শহর বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি শাহীন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোতালেব সর্দারসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২০-২৫ জনের একদল দুবৃর্ত্ত এ হামলা চালায়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল হাই জানান, জয়বাংলা স্লোগান দিয়ে আকস্মিক দলীয় কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাসের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এ সময় অফিসের টিভি, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে। পার্টি অফিসে থাকা দলীয় নেতাকর্মীদের পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে হুমকি-ধামকি দিয়ে সন্ত্রাসীরা পার্টি অফিস ত্যাগ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর