× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ড. কামালের গাড়িবহরে হামলা

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) ডিসেম্বর ১৪, ২০১৮, শুক্রবার, ১১:১৭ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে  জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলা চালানো হয়। শুক্রবার সকাল পৌনে নয়টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ ঘটনা ঘটে। ড. কামাল হোসেনের গাড়ি ছাড়াও আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জগলুল হায়দার আফরিকের গাড়িতে হামলা ও ভাংচুর চালনো হয়। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন।
এর মধ্যে আসম আবদুর রবের গাড়ি চালককে আহত আবস্থায় হাসপাতালে নেয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল আফরিক মানবজমিনকে বলেন, আজকে যারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারাই শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে হামলা চালিয়ে প্রমাণ দিল তারা আসলে কি?
তিনি বলেন,  বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর পরই কামাল স্যার, রব, মান্না ও তার গাড়িতে হামলা চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্রতিবছরের মতো এবারও সকাল থেকেই বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের ঢল ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী জানাতে এসেছেন এবং শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন। ড. কামাল হোসেনসহ অন্যরা যখন বধ্যভূমিতে আসেন তখন লোকজনের উপস্থিতি কম ছিল।
এসময়  একটি দল কামাল হোসেন ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে বিকাল ৩টায় ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের অফিসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত  জানানো হবে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর