× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

জয়ে শেষ আর্সেনালের, চেলসির হোঁচট

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার

ইউয়েফা ইউরোপা লীগে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল চেলসি। গতকাল গ্রুপের শেষ রাউন্ডের খেলায় আর্সেনাল জয় পেলেও হোঁচট খায় উড়ন্ত চেলসি। টানা পাঁচ ম্যাচ জয়ের পর হাঙ্গেরিয়ান ক্লাব এমওএল ভিদির মাঠে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে ব্লুরা। ভিন্ন গ্রুপে এমিরেটস স্টেডিয়ামে কারাবাগের বিপক্ষে ১-০ গোলের জয়ে অপরাজিত থেকে শেষ ৩২ রাউন্ডে পা রাখে আর্সেনাল। জয়সূচক গোলটি করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড আলেক্সান্ডার লাকাজে। অপর ম্যাচে ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ানের গোলে ৩০ মিনিটে লিড নেয় চেলসি। দুই মিনিট বাদেই চেলসির তরুণ সেন্টারব্যাক ইথান আমপাদুর আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৫৬ মিনিটে ভিদিকে ২-১ গোলে এগিয়ে দেন ডিফেন্ডার লুইক নেগো।
৭৫ মিনিটে চেলসিকে সমতায় ফেরান ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভার জিরুদ। প্রথমার্ধের যোগ করা সময়ে হাঁটুর ইনজুরিতে স্প্যানিয়ার্ড স্ট্রাইকার আলভারো মোরাতোর বদলি হিসেবে নেমেছিলেন জিরুদ। ‘এল’ গ্রুপ থেকে শেষ ৩২ রাউন্ডে চেলসির সঙ্গী বেলারুশের বাতে বোরিশভ। অ্যাওয়ে ম্যাচে গ্রিসের পিএওকে ক্লাবকে ৩-১ গোলে হারায় তারা। ৬ ম্যাচে চেলসির সংগ্রহ ১৬ পয়েন্ট। ৩ জয় ও ৩ হারে বরিশভের ৯ পয়েন্ট। এমওএল ভিদি ৭ ও ৩ পয়েন্ট নিয়ে তলানিতে পিএওকে। ‘ই’ গ্রুপে আর্সেনালের পর দ্বিতীয় স্থানে পর্তুগালের স্পোর্টিং লিসবন। ৬ ম্যাচে দুইদলের পয়েন্ট ১৬, ১৩। নিজ মাঠে শেষ ম্যাচে ইউক্রেনের ভরসকা পোলতাভাকে ৩-০ গোলে হারায় তারা। আর্সেনাল হারলে সমান পয়েন্ট হতো লিসবনের। তবে হেড-টু-হেডে এগিয়ে থাকায় এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল গানাররা। এদিকে, ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে নিজ মাঠে ক্রাসনোদারকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে আসে সেভিয়া। ৬ ম্যাচে দুইদলের পয়েন্ট সমান ১২। হেড-টু-হেড গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেভিয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর