× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রোজা রেখে কেন্দ্র পাহারার আহ্বান বিএনপি প্রার্থীর

ইলেকশন কর্নার

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার

 নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আগামী ৩০শে ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে যেতে হবে।

তিনি বলেন, ধানের শীষে একটি করে ভোট দিয়ে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ৩০শে ডিসেম্বর ভোটের দিন বিএনপি নেতাকর্মীরা সবাই রোজা রেখে ভোট কেন্দ্র পাহারা দিন; দেখবেন বিজয় সুনিশ্চিত।
বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মির্জানগরে নির্বাচনী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ও পেশাজীবীদের নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, বিনা মামলায় মানুষকে গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুমতি দিয়ে অধিকহারে অর্থ লুট করা হচ্ছে। এসবের কারণে আমাদের হাজার হাজার নেতাকর্মী মা-বাবার জানাজা পর্যন্ত পড়তে পারেনি। বিদেশ থেকে ফিরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে পারেনি। এ অবস্থার পরিবর্তনের জন্য সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি এড. আবদুর রহিম, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি শাহ আবদুল্যাহ আল বাকী, জেলা মুক্তিযোদ্ধা সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সল, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপিনেতা হুমায়ুন কবির, এড. আবদুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল গণি মান্না, জেলা যুবদলে সভাপতি মঞ্জুরুল আজীম সুমন, চৌমুহনী পৌর বিএনপি সভাপতি জহিরুল ইসলাম হারুন, সাধারণ সম্পাদক মহসিন, জেলা ওলামাদলের সভাপতি আলমগীর আল আমান, বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন, উপজেলা যুবদল নেতা সামছু তীবরিজ স্বপন, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুস্তম আলী প্রমুখ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর