× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সৈকত-রাহী আউট মিঠুন-সাইফ ইন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার

বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের প্রতিপক্ষও ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ঘরের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে ১৪ সদস্যের টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন লক্ষণীয়। গত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার আবু জায়েদ রাহী। আর সংক্ষিপ্ত সংস্করণে দলে ফিরেছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিসিবি’র নিষেধাজ্ঞা পোহাচ্ছেন সাব্বির রহমান। দুইদলের সবশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ দুই ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দুই ম্যাচেই জয় কুড়ায় টাইগাররা।
সেন্ট কিটসে হারের পর ফ্লোরিডায় সিরিজ জিতে নেয় সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজের আগে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (২-০) হয় উইন্ডিজ দল। আগামী ১৭ই ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ ও ২২শে ডিসেম্বর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ-ওয়েষ্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে
সিলেট ক্রিকেট স্টেডিয়াম
১৪ই ডিসেম্বর ২০১৮
টস : বাংলাদেশ (ফিল্ডি)
ওয়েস্ট ইন্ডিজ    রান     বল     ৪     ৬
হেমরাজ ক মিঠুন ব মিরাজ     ৯    ১৭    ২    ০
হোপ নট আউট     ১০৮    ১৩১    ৯    ১
ব্রাভো বোল্ড মিরাজ     ১০    ১২    ১    ০
স্যামুয়েলস বোল্ড সাইফুদ্দিন     ১৯    ৩২    ২    ০
হেটমায়ার এলবি মিরাজ     ০    ৬    ০    ০
পাওয়েল স্টা মুশফিক ব মিরাজ     ১    ৯    ০    ০
চেজ ক সৌম্য ব সাকিব     ৮    ২০    ০    ০
অ্যালেন ক মিঠুন ব সাকিব     ৬    ১৭    ০    ১
পল বোল্ড মাশরাফি     ১২    ২২    ০    ০
রোচ এলবি মাশরাফি     ৩    ৮    ০    ০
বিশু নটআউট     ৬    ১২    ০    ০
অতিরিক্ত (বা ১, লেবা ৪, ও ৬, পেনাল্টি ৫)    ১৬
মোট : ৫০ ওভার     ১৯৮/৯
উইকেট পতন: ১-১৫ (হেমরাজ, ৩.৫ ওভার),২-৫৭ (ব্রাভো,১৩.৪), ৩-৯৬ (স্যামুয়েলস, ২২.২) ৪-৯৭  হেটমায়ার, ২৩.৫), ৫-৯৯ (পাওয়েল,২৫.৬), ৬-১৩৩ (চেজ, ৩৩.৩),৭-১৪৩ (অ্যালেন, ৩৭.৬), ৮-১৭১ (পল, ৪৩.৫),৯-১৭৭ (রোচ, ৪৫.৬)।
বোলিং: মোস্তাফিজ ১০-১-৩৩-০, মিরাজ ১০-১-২৯-৪, সাকিব ৯-০-৪০-২, মাশরাফি ৯-১-৩৪-২, সাইফুদ্দিন ৯-০-৩৮-১, মাহামুদুল্লাহ ৩-০-১৪-০
বাংলাদেশ    রান     বল     ৪     ৬
তামিম নটআউট     ৮১    ১০৪    ৯    ০
লিটন ক পাওয়েল ব পল     ২৩    ৩৩    ৫    ০
সৌম্য বোল্ড পল    ৮০    ৮১    ৫    ৫
মুশফিক  নটআউট    ১৬    ১৪    ২    ১    
অতিরিক্ত (নো ১ ও ১)     ২
মোট : ৩৮.৩ ওভার     ২০২/২
উইকেট পতন: ১-৪৫ (লিটন, ১০.০) ২-১৭৬  সৌম্য; ৩৫.২)
বোলিং: রোচ ৩-০-১৬-০, চেজ ৮-০-৩২-০, পল ৭-০-৩৮-২, স্যামুয়েলন ৪-০-২৫-০, বিশু ৯-০-৪৮-০, আ্যালেন ৪-০-২২-০, পাওয়েল ৩.৩-০-২১-০
ম্যাচ সেরা : মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)
সিরিজ সেরা: শেই হোপ (উইন্ডিজ)
ফল : বাংলাদেশ আট উইকেটে জয়ী
তিন ম্যাচের সিরিজ : ২-১ (বাংলাদেশ)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর