× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মিলানের বিপক্ষে চমক অলিম্পিয়াকোসের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার

ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় ২০০০-০১ মৌসুমের পর প্রথমবার গ্রুপ পর্বে বিদায় নেয়ার তিক্ত অভিজ্ঞতা নিল এসি মিলান। ইউরোপা লীগের নকআউট পর্ব নিশ্চিত করতে নিজ মাঠে মিলানকে কমপক্ষে দুই গোলের ব্যবধানে হারানোর প্রয়োজন ছিল অলিম্পিয়াকোসের। আর হার এড়ালেই শেষ ৩২ রাউন্ডে উঠে যেত ইতালিয়ান জায়ান্টরা। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ৩-১ গোলের জয়োল্লাসে মাতে গ্রিসের ক্লাবটি। স্বাগতিকদের তিন গোলের একটি আত্মঘাতী গোল ও আরেকটি আসে পেনাল্টি থেকে। ‘এফ’ গ্রুপে ৬ ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ দাঁড়ায় সমান ১০ পয়েন্ট। গোল ব্যবধানে মিলানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে অলিম্পিয়াকোস। ম্যাচ শেষে এসি মিলান কোচ জেনারো গাত্তুসো ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ইউরোপা লীগের গ্রুপ পর্বে বিদায়ের জন্য মিলান নিজেদেরকেই দোষারোপ করতে পারে।
শেষদিকে পেনাল্টি গোলেই কপাল পুড়ে মিলানের। ম্যাচের ৬০ মিনিটের মাথায় গোললাইনের সামনে থেকে প্রথমে একজনের হেড ফিরিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি মিলানের। অলিম্পিকোস ডিফেন্ডার পাপে আবু সিজের হেড জাল খুঁজে নেয়। ৬৯ মিনিটে প্রতিপক্ষের জোরালো শট মিলানের কলম্বিয়ান সেন্টারব্যাক ক্রিস্টিয়ান জাপাতার পায়ে লেগে গোলরক্ষক পেপে রেইনার মাথার ওপর দিয়ে জালে জড়ায়। ২ মিনিট বাদেই কর্নার থেকে হেডে গোল নিয়ে প্রায়শ্চিত্ত জাপাতার। ম্যাচে ফেরে মিলান। কিন্তু ৮১ মিনিটে ডি-বক্সে ফাউল করে বিপদ ডেকে আনেন মিলানের ইতালিয়ান রাইটব্যাক ইনাজিও আবাতে। স্পট কিক থেকে ফলাফল ৩-১ করেন উইঙ্গার কোস্তাস ফোরচুনিস। দুই দলই ১৮টি করে শট নেয়। অনটার্গেটে অলিম্পিয়াকোসের ৯টি আর মিলানের অনটার্গেটে ছিল ৮টি শট। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে লুক্সেমবার্গের মাঠে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া রিয়াল বেতিস (১২)। আগামী ১৭ই ডিসেম্বর ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে। ১২টি গ্রুপের ২৪ দলের সঙ্গী ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ৮ গ্রুপের তৃতীয় সেরা দল ক্লাব ব্রুগা, ইন্টার মিলান, নাপোলি, গালাতাসারাই, বেনফিকা, শাখতার দোনেস্ক, ভিক্টোরিয়া প্লাজেন ও ভ্যালেন্সিয়া।॥

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর