× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

জোড়া শতকে উজ্জ্বল শেই হোপ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার

টানা দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন শেই হোপ। সিলেটে গতকাল ইনিংস শেষে ১০৮ রানে অপরাজিত থাকেন এ ক্যারিবীয় ওপেনার। তবে দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯৮/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে সফরকারী উইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩১ বলের ইনিংসে হোপ হাঁকান ৯টি চার ও একটি ছক্কা। সাকিব আল হাসানের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচজয়ী ১৪৬ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন তিনি। এতে মিরপুরে জয় নিয়ে সিরিজে সমতায় ফেরে উইন্ডিজ। সিরিজে সর্বাধিক ২৯৭ রানের কৃতিত্ব শেই হোপেরই।
দুই ইনিংসে অপরাজিত থাকায় সিরিজে তার রানের গড় ২৯৭.০০। সিরিজের তিন ইনিংসে শেই হোপের সংগ্রহ ৪৩, ১৪৬* ও ১০৮*। এর আগে ভারত সফরে ১২৩*, ও ৯৫ রানের ইনিংস খেলেন শেই হোপ। সদ্য সমাপ্ত সিরিজে দ্বিতীয় সর্বাধিক ১৪৩ রানের কৃতিত্ব বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের। বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজে সমান ৬ উইকেট শিকার পেসার মাশরাফি বিন মুর্তজা ও  অফস্পিনার মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের বাঁ-হাতি পেসার  মোস্তাফিজুর রহমানের শিকার দ্বিতীয় সর্বাধিক ৫ উইকেট।

 সেরা পাঁচ ব্যাটসম্যান
খেলোয়াড়     ইনিংস     রান     সর্বোচ্চ     গড়
শেই হোপ (উইন্ডিজ)     ৩     ২৯৭     ১৪৬*    ২৯৭.০০
তামিম ইকবাল (বাংলাদেশ)     ৩     ১৪৩     ৮১*     ৭১.৫০
মুশফিকুর রহীম (বাংলাদেশ)     ৩     ১৩৩     ৬২     ১৩৩.০০
সৌম্য সরকার (বাংলাদেশ)     ৩     ১০৫     ৮০     ৩৫.০০
সাকিব আল হাসান (বাংলাদেশ)     ৩     ৯৫     ৬৫     ৪৭.৫০
সেরা পাঁচ বোলার
খেলোয়াড়     ইনিংস     উই.     সেরা     ইকো
মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)     ৩     ৬     ৪/২৯     ৩.৩৭
মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ)     ৩     ৬     ৩/৩০     ৪.০০
মোস্তাফিজুর রহমান (উইন্ডিজ)     ৩     ৫     ৩/৩৫     ৪.৩৬
ওশান থমাস (উইন্ডিজ)     ২     ৪     ৩/৫৪     ৫.৮৬
কিমো পল (উন্ডিজ)     ৩     ৪     ২/৩৮     ৫.৭২
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর