× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘ওয়েব সিরিজও টাকা দিয়েই দেখতে হয়’

বিনোদন

কামরুজ্জামান মিলু
১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি এবারই প্রথম চলচ্চিত্রের বাইরে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এর নাম ‘ইন্দুবালা’। পরিচালনা করেছেন অনন্য মামুন। গত বৃহস্পতিবার এই ওয়েব সিরিজটির প্রথম টিজার প্রকাশ হয়েছে। পপি বলেন, এই ওয়েব সিরিজে কাজ করে ভালো লেগেছে। ‘ইন্দুবালা’র নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। ইনোভেট সল্যুশন নিবেদিত টিজারটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি আমি। সিনেস্পট অ্যাপে দর্শকরা এটি দেখতে পাবেন।
আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ এটি। দর্শকরা চলচ্চিত্রের বাইরে এবার ওয়েব সিরিজে দেখতে পাবেন  পপিকে। এটা নতুন একটা মাধ্যম। তাই জানতে চাওয়া কেমন আশাবাদী পপি? এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, দেখুন, সারা বিশ্বে দর্শকরা একযোগে ওয়েব সিরিজটি দেখতে পাবেন। টিকেট কেটে সিনেমা দেখার মতো ওয়েব সিরিজও টাকা দিয়েই দেখতে হয়। আর সিনেমার মতোই বাজেট এই ওয়েব সিরিজের। তাই পার্থক্য খুঁজে পাচ্ছি না। আর আন্তর্জাতিকভাবে দর্শকদের কাছে ওয়েব সিরিজ এখন বেশ জনপ্রিয়। তাই সামনে ভালো প্রোজেক্ট পেলে ওয়েব সিরিজে আবারো কাজ করতে চাই। ওয়েব সিরিজের গল্পটা কেমন? এর উত্তরে তিনি বলেন, এর কাহিনীতে দেখা যাবে, একটা সময় আমার বাবাকে হত্যা করা হয়। বাসায় বাবা সবসময়ই একটি চেয়ারে বসতেন । ওই চেয়ারটাতে একসময় আমি বসি। এ  চেয়ারটাকে ঘিরে অনেক রহস্য আছে। যা দর্শক ওয়েব সিরিজটি দেখলে জানতে পারবেন। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এ পর্যন্ত অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’, আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ করছেন পপি। এ প্রসঙ্গে বলেন, ‘সাহসী যোদ্ধা’ ছবির একটি গানের কাজ শুধু বাকি আছে। এটি করলেই ছবির কাজ শেষ হয়ে যাবে। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে এবং ‘সাহসী যোদ্ধা’ ছবিতে আমিন খানের বিপরীতে অভিনয় করছি। ‘সাহসী যোদ্ধা’ ছবিতে বেশ অ্যাকশন রয়েছে। আর ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজটিও এগিয়েছে। ভালোলাগবে দর্শকদের। বর্তমানে সিনেমার অবস্থা খুব একটা ভালো না। কোন দিকে যাচ্ছে ডিজিটাল সিনেমা? পপি এর জবাবে বলেন, ডিজিটাল চলচ্চিত্রের গুণগত মান দর্শকরা বোঝে এখন। এ সময়ে দেখি সিনেমা করতে এসে  অনেকে ডিজিটাল চলচ্চিত্রের নামে মোবাইলে শুটিং করতে চায়। তাহলে কি আর সিনেমা হবে? ডিজিটাল সিনেমা আরো বেশি উন্নত হওয়া দরকার। ডিজিটালের নামে দর্শকদের প্রতারিত করলে হবে না। এখন ঘরে ঘরে ইন্টারনেট। মানুষ দৈনিক তার বিনোদন হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে। তাই ভালো মানের সিনেমা দর্শকদের সিনেমা হলে উপহার দিতে হবে। এ দায়িত্ব পরিচালক, শিল্পী, কলাকুশলীসহ সকলের। পপি অভিনীত এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ‘সোনাবন্ধু’ ছবিটি সবশেষ গত বছর মুক্তি পায়। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন ডি এ তায়েব।  বছর শেষ হয়ে এলো। তাই পপির কাছে জানতে চাওয়া বছরটি কেমন গেলো আর আসছে বছর নিয়ে তার কি প্রত্যাশা? এর উত্তরে তিনি বলেন, এ বছরে একটি ওয়েব সিরিজ, রিয়াজের সঙ্গে একটি টিভিসিসহ বেশকিছু ভালো সিনেমায় কাজ করেছি। নতুন বছরে বেশ কয়েকটি ছবি আমার মুক্তি পাবে। এছাড়া নির্বাচনের পর ‘সেভ লাইভ’ নামে ছবির শুটিং শুরু করবো। সবমিলে এ বছরের মতো সামনের বছরটিও আমার ভালো কাটবে বলে আশা করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর