× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

নাটোরে বিএনপির সাত নেতাকর্মী আটক

অনলাইন

নাটোর প্রতিনিধি
(৫ বছর আগে) ডিসেম্বর ১৫, ২০১৮, শনিবার, ১০:৪০ পূর্বাহ্ন

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবির প্রধান সমন্বয়কারী জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম বাচ্চুকে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশ গতকাল রাত ৯টার দিকে বাচ্চুসহ সাত নেতাকর্মীকেও আটক করে। নাটোর-২ আসনে ধানের শীষ প্রতীকে লড়তে যাচ্ছেন সাবিনা ইয়াসমিন ছবি, তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক জানান, শুক্রবার রাত ৯টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণার জন্য শহরের ষ্টেশনবাজার এলাকার দিকে যাওয়ার জন্য নেতাকর্মীরা বের হয়ে অটোরিকশায় ওঠে। অটোরিকশা শহরের হাফরাস্তা এলাকায় গেলে সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাত নেতাকর্মীকে আটক করে। তাদের আটকের পর  তাৎক্ষণিক থানা বা ডিবি কার্যালয়ে না নিয়ে শহরের ষ্টেশন বাজারের দিকে চলে যায় গোয়েন্দা পুলিশকে বহনকারী সাদা রং এর হাইসকারটি।
এ বিষয়ে জানতে চাইলে নাটোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল ) আবুল হাসনাত জানান, আটক জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। অন্যদের কেন আটক করা হয়েছে তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেন নাই।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর