× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সরকারি সংস্থাগুলো আওয়ামী লীগের হয়ে ভোট করছে -বগুড়ায় মির্জা ফখরুল

অনলাইন

বগুড়া প্রতিনিধি
(৫ বছর আগে) ডিসেম্বর ১৫, ২০১৮, শনিবার, ১:০৬ পূর্বাহ্ন

‘একাদশ জাতীয় নির্বাচনে সরকারি সংস্থাগুলো নিরোপেক্ষ ভাবে কাজ করছে না। বরং তারা সরকারের ইচ্ছেমতো আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। আওয়মী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট করছে। এটা সকল প্রকার রীতি-নীতি বিরোধী। আজ শনিবার বগুড়ার উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাংবাদিক সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, আমাদের আস্থা জনগণের উপর রয়েছে। জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নির্বাচন কমিশন প্রসঙ্গে বলেন, তাদের উপর আমাদের কোন আস্থা নেই।


তিনি সংবাদ সম্মেলন শেষে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বগুড়া সদর উপজেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা করেন। এসময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়ার ৬টি আসনের বিএনপি প্রার্থীসহ খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাড. মাহবুবর রহমান, সাবেক জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমূখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর