× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কোহলি-রাহানের ব্যাটে জবাব ভারতের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার


পার্থ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৪ রানে পিছিয়ে ভারত। হাতে ৭ উইকেট। গতকাল বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের অবিচ্ছিন্ন ৯০ রানের জুটিতে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। আর দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৯ ওভারে ১৭২/৩। অধিনায়ক কোহলি ৮২ ও রাহানে ৫১ রানে অপরাজিত থাকেন। ঘরের মাটিতে সিরিজে ফেরার লড়াইয়ে প্রথম ইনিংসে ১০৮.৩ ওভারে ৩২৬ রানে অলআউট হয় টিম পেইনের দল। চলতি সিরিজের আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ভারতের সবশেষ জয়ের স্মৃতি ছিল পার্থেই। প্রায় ১১ বছর পর সেখানেই সিরিজে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়ে নামে টিম ইন্ডিয়া।
পার্থের স্টেডিয়াম অবশ্য বদলে গেছে। ওয়াকা (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশন) গ্রাউন্ড নেই। পার্থের নতুন স্টেডিয়ামের নাম পার্থ স্টেডিয়াম। গতকাল ২৭৭/৬ সংগ্রহ নিয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। বুমরাহ-যাদব-শর্মাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৯ রান যোগ করে প্রথম সেশনেই শেষ চার উইকেটের পতন ঘটে। অধিনায়ক টিম পেইন ও প্যাট কামিন্সের সপ্তম উইকেট জুটিতে আসে ৫৯ রান। ১০৫তম ওভারে এই জুটি ভেঙে ভারতকে ব্রেকথ্রু এনে দেন পেসার উমেশ যাদব। দলীয় ৩১০ রানের মাথায় যাদবের বলে বোল্ড হন কামিন্স (১৯)। পরের ওভারেই পেইনকে (৩৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জসপ্রিত বুমরাহ। আর ১০৯তম ওভারে জোড়া আঘাত হেনে অজিদের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন ইশান্ত শর্মা। মিচেল স্টার্ক ৬ ও শূন্য রানে ফেরেন জস হ্যাজলউড। আগেরদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ১১২ রান তোলেন মার্কাস হ্যারিস (৭০) ও অ্যারন ফিঞ্চ (৫০)। এরপর ৩৬ রান তুলতে আরো ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অজিরা। পঞ্চম উইকেটে ৮৪ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান শন মার্শ ও  ট্রাভিস হেড। প্রথম দিনের শেষ সেশনে এই দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে বড় সংগ্রহের লাগাম টানে ভারতের বোলাররা। মার্শ ৪৫ ও হেড ৫৮ রান করে আউট হন। ভারতের একাদশে চার পেসারের মধ্যে উইকেটশূন্য থাকেন মোহাম্মদ শামি। ২০.৩ ওভারে ৪১ রানের বিনিময়ে ৪ উইকেটের নৈপুণ্য দেখান ইশান্ত শর্মা। দুইটি করে উইকেট পান জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব ও অফস্পিনার হনুমা বিহারি। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়া রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় সুযোগ পান বিহারি। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্টার্ক-হ্যাজলউডের পেস তোপে দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ভারত। তৃতীয় ওভারে মুরালি বিজয়ের (০) স্টাম্প ভাঙেন মিচেল স্টার্ক। ষষ্ঠ ওভারে লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন জস হ্যাজলউড। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন কোহলি। তবে ইনিংস বড় করতে পারেননি ইনফর্ম ব্যাটসম্যান রাহানে (২৪)। প্রথম টেস্টে ১২৩ ও ৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পূজারা ও কোহলির তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৪ রান। ৩৯তম ওভারে পূজারাকে উইকেটের পেছনে পেইনের গ্লাভসবন্দি করে নিজের দ্বিতীয় উইকেট পূর্ণ করেন স্টার্ক। চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে ৩১ রানের জয় কুড়ায় কোহলির দল। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে এই প্রথম জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করার কৃতিত্ব দেখায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট
টস: অস্ট্রেলিয়া (ব্যাটিং)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩২৬ (হ্যারিস ৭০, ফিঞ্চ ৫০, হেড ৫৮, মার্শ ৪৫, পেইন ৩৮; শর্মা ৪/৪১, বুমরাহ ২/৫৩, যাদব ২/৭৮, বিহারি ২/৫৩)।
ভারত প্রথম ইনিংস: ৬৯ ওভারে ১৭২/৩ (কোহলি ৮২*, রাহানে ৫১*; স্টার্ক ২/৪৫, হ্যাজলউড, ১/৫০)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর