× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সাউদির ৫ উইকেট ডিকওয়েলার লড়াই

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার

ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে গতির ঝড় তোলেন টিম সাউদি। গতকাল পাঁচ উইকেটের নৈপুণ্য দেখান এই ডানহাতি পেসার। আর লঙ্কানদের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন ওপেনার দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও নিরোশান ডিকওয়েলা। তিনজনই অর্ধশতক পূর্ণ করেন। আর প্রথমদিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২৭৫/৯। করুনারত্নে-ম্যাথিউজ জুটির পর ডিকওয়েলার ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় সফরকারীরা। ব্যক্তিগত ৭৩ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
সাউদির পেস তোপে দলীয় ৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার দানুস্কা গুনাথিলাকা ১, ধনাঞ্জয়া ডি সিলভা ১, কুশল মেন্ডিস ২ রান করে আউট হন। তিনটি উইকেটই নেন সাউদি। এরপরই পাল্টা জবাব দেন করুনারত্নে ও ম্যাথিউজ। দুইজনের জুটিতে ভর করে শুরুর ধাক্কা সামাল দেয় লঙ্কানরা। চতুর্থ উইকেটে দুইজন মিলে ১৩৩ রান যোগ করেন। দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরি মিসের হতাশায় পুড়েন দুইজনই। করুনারত্নে ৭৯ ও ম্যাথিউজ ব্যক্তিগত ৮৩ রান করে আউট হন। ইনিংসের ৪৭তম ওভারে করুনারত্নেকে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি করেন বাঁহাতি পেসার নেইল ওয়াগনার। ৫৮তম ওভারে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে (৬) এজাজ প্যাটেলের তালুবন্দি করেন সাউদি। নিজের পরের ওভারেই পাঁচ উইকেট পূর্ণ হয় সাউদির। উইকেটের পেছনে ক্যাচ দেন ম্যাথিউজ। দলীয় ১৮৭ রানে ৬ উইকেটের পতন ঘটে।
এক প্রান্ত আগলে রেখে টেলএন্ডারদের নিয়ে ইনিংস টেনে নেন ডিকওয়েলা। সপ্তম উইকেটে দিলরুয়ান পেরেরার সঙ্গে ৩৬ ও নবম উইকেটে কাসুন রাজিথাকে নিয়ে ৩৫ রান যোগ করেন তিনি। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রাজিথা (২)। অর্ধশতক করা তিনজনের বাইরে দিলরুয়ান পেরেরা (১৬) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সুরাঙ্গা লাকমল ৩ রান করেন। দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে ডিকওয়েলার সঙ্গী হবেন পেসার লাহিরু কুমারা। বল হাতে ২৫ ওভারে ৬৭ রান খরচায় ৫ উইকেট পূরণ করেন সাউদি। টেস্টে তার ইনিংস সেরা বোলিং ফিগার ৭/৬৪। ৯ উইকেটই পান পেসাররা। উইকেটশূন্য থাকেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। ওয়াগনার ২টি আর একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টেস্ট
টস: নিউজিল্যান্ড (ফিল্ডিং)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮৭ ওভারে ২৭৫/৯ (করুণারত্নে ৭৯, ম্যাথিউজ ৮৩, ডিকভেলা ৭৩*; সাউদি ৫/৬৭, ওয়াগনার ২/৭৫, বোল্ট ১/৭৭, গ্র্যান্ডহোম ১/৩৫)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর