× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

উদীয়মানদের লড়াইয়ে শ্রীলঙ্কাই সেরা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার

উদীয়মান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এসিসি ইমার্জিং টিমস কাপ আসরে টানা দ্বিতীয়বার শিরোপার গৌরব কুড়ালো শ্রীলঙ্কা। গতকাল কলম্বোয় রুদ্ধশ্বাস ফাইনালে ভারতের বিপক্ষে ৩ রানে জয় দেখে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল। ইমার্জিং কাপের প্রথম আসরেও শিরোপা ওঠে লঙ্কানদের হাতে। বাংলাদেশে আয়োজিত আসরে সেবার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় দেখেছিল শ্রীলঙ্কা ইমার্জিং টিম। গতকাল কলম্বোর রণসিংহ প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান দলের অধিনায়ক শামু আশান। আর ২৭০/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে তার দল। ছয় নম্বরে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচজয়ী হার না মানা ৯১ রানের ইনিংস হাঁকানো কামিন্ডু মেন্ডিস। ফাইনালের ম্যাচসেরা পুরস্কারের সঙ্গে সিরিজ সেরার ট্রফিও ওঠে কামিন্ডু মেন্ডিসের হাতে।
ফাইনালে লঙ্কান ওপেনার হাসিথা বয়াগাডো করেন ৫৪ রান। ব্যাট হাতে ৪৬ রানের ইনিংস খেলেন জাতীয় দলের বাইরে থাকা শেহান জয়াসুরিয়া। জবাবে ২৬৭/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে ভারত অনূর্ধ্ব-২৩ দল। শ্রীলঙ্কা জাতীয় দলের বাইরে থাকা অরাউন্ডার আসেলা গুনারত্নে ফাইনালে বল হাতে ৭ ওভারের স্পেলে ৩৭ রানে নেন তিন উইকেট। ফাইনালে বড় টার্গেটে দলীয় ৮৩ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে বিপর্যয়ে পড়ে ভারত। তবে, সাত নম্বরে ব্যাট হাতে লড়াই করেন উইকেটরক্ষক জয়ন্ত যাদব। আর ব্যক্তিগত ৭১ রানে যাদবকে সাজঘরে ফিরিয়ে শ্রীলঙ্কার জয় অনেকটাই নিশ্চিত করেন গুনারত্নে। এতে ৪৬.১তম ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৩৪/৭-এ। এবারের ইমার্জিং কাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯৭ রানের অপ্রত্যাশিত হার দেখে বাংলাদেশ। তবে, করাচিতে টানা দুই ম্যাচে হংকং ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল। কিন্তু কলম্বোয় সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় সোহান বাহিনী। নিজ মাটিতে গত আসরের সেমিফাইনালেও শ্রীলঙ্কার কাছে হার দেখেছিল অধিনায়ক নাসির হোসেনের বাংলাদেশ ইমার্জিং দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর