× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

পুরস্কার বিতরণীতে চরম অব্যবস্থাপনা

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার

ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ওপেনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দেয় চরম আকারে। যা দেখে হাসাহাসি করেন বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তারা। পুরস্কার মঞ্চে চ্যাম্পিয়নকে দাঁড় করিয়ে রেখে রানারআপ খেলোয়াড়কে পুরস্কার দেয়ার ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর অবশ্য রানারআপকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়। এমনকি বিদেশি সেমিফাইনালিস্ট জুটিকে ভুল করে রানার্সআপ ভেবে গিফট দিলেও তা ফিরিয়ে নেয়া হবে বলে তাদেরকে জানানো হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপদের জন্য প্রাইজমানি থাকলেও মেডেল ছিল না। দেয়া হয় সস্তা দামের ক্রেস্ট। সেমিফাইনালিস্টদের ব্রোঞ্জ জয়ী করা হলেও প্রদত্ত ক্রেস্টে লেখা ছিল সেমিফাইনালিস্ট।
পুরস্কার পাওয়াদের ডামি চেক দেয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে। বিদেশিরা লাঞ্চ বক্স ও ব্লেন্ডার মেশিন দেখে হাসাহাসিও করেন। এর পরেই এক ঘটনায় সবাই হতবাক হয়ে যান। অনুষ্ঠান শেষে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শাহজালাল মুকুল সুভেন্যুর বিতরণকে কেন্দ্র করে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। টুর্নামেন্টের রেফারি মালদ্বীপের আলী আবদুল করিমও হতবাক হন। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয়।
ঘরের কোর্টে অনুষ্ঠিত এই আসরে দেশি শাটলারদের একমাত্র সান্ত্বনা ব্রোঞ্জ। নারী দ্বৈতে শাপলা এলিনা জুটি সেমিফাইনাল নিশ্চিত করেই এই পদকটি জেতেন। এই আসরে দ্বিমুকুট জিতেছেন ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নান্দো। গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি ইভেন্টে ফাইনালের মধ্যে পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈতে সতীর্থদের সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
পুরুষ দ্বৈতের ফাইনালে ড্যানিয়েল মার্টিনকে সঙ্গে নিয়ে লিও রোলি থাইল্যান্ডের সুপাক ঝমকোহ এবং ওয়াচিরাইট সুথন জুটিকে হারিয়ে শিরোপা জেতেন। মিশ্র দ্বৈতে ইদাহ সারি জামিলকে নিয়ে মালয়েশিয়ার হু পেং রোন ও চেহ ইয়ে সি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন লিও। এ ছাড়া পুরুষ এককে মালয়েশিয়ার টেক জি সু, মহিলা এককে ভিয়েতনামের থুই লিন নগুয়েন এবং মহিলা দ্বৈতে মালয়েশিয়ার হু বিবিয়ান ও ইয়াপ চেং ওয়েন জুটি শিরোপা জিতে নেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক। এ সময় সানরাইজ এন্ড কোম্পানির প্রমোশন এক্সিকিউটিভ জর্দি এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর