× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে কাউন্সিলর সেলিমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার

মামলার আসামি হলেন সিলেটের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ সেলিম। ছাত্রলীগের নেতার বাসায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। নগরীর সোনারপাড়া এলাকায় গত ২৫শে অক্টোবর সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছিল। স্থানীয় থানা পুলিশ মামলা গ্রহণ না করায়, গত ২৬শে নভেম্বর আদালতে এ ঘটনায় অভিযোগ করেন ছাত্রলীগ নেতার খালাতো ভাই জাহের আহমদ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে শাহপরান থানা পুলিশকে এজাহার গণ্যে প্রতিবেদনের জন্য ওসিকে নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পেয়ে এজাহারটি রেকর্ডভুক্ত করেছেন শাহপরান থানার ওসি আক্তার হোসেন। মামলায় আসামিরা হচ্ছেন- এইচ আর সুমন, নাবিল আহমদ, চঞ্চল কুমার দাস, কাজী জোবায়ের আহমদ, সুলতান শাজাহান তুহিন, আকবর হোসেন, সুলতান শাহজাহান তুহিনসহ ২৯ জন। অভিযোগে জানা যায়, মহানগর আওয়ামী লীগ সদস্য, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমদ ও তার সহযোগী গিয়াসের নেতৃত্বে গ্রুপিং রাজনীতির জের ধরে বাদীর খালাতো ভাই জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদের বাসায় অগ্নিসংযোগ ও লুটপাট করেন।
আগুনে বাসার আসবাবপত্র পুড়ে যাওয়া ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাকারিয়া মাহমুদ জানিয়েছেন- এ ঘটনার পর তার বাসার নারী ও শিশুরা আতঙ্কে এখনো বাড়িতে আসতে পারছে না। তিনি বলেন- আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর