× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘নতুন প্রজন্মের বেশি বেশি মুক্তিযুদ্ধের ইতিহাস জানা প্রয়োজন’

বিনোদন

এন আই বুলবুল
১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার

আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বিজয়ের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের সেই জাতীয় বীরদের। বিশিষ্ট অভিনেতা রাইসুল ইসলাম আসাদ একজন মুক্তিযোদ্ধা। মহান বিজয় দিবস নিয়ে তিনি বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে বিজয় মঞ্চে স্বাধীনতা বিরোধীদের দেখতে চাই না। আমাদের চারপাশে এখনও পশ্চিম পাকিস্তানের প্রেতাত্মারা ঘুরপাক খাচ্ছে। আমাদের তাদের প্রতিহত করতে হবে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আসাদ ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই দিনটি প্রসঙ্গে তিনি আরো বলেন, আজ আমরা একটি স্বাধীন দেশে বাস করছি এটি আমাদের বড় প্রাপ্তি। আমাদের নতুন প্রজন্ম এই স্বাধীনতাকে রক্ষা করবে এটা প্রত্যাশা করছি। নতুন প্রজন্মের বেশি বেশি মুক্তিযুদ্ধের ইতিহাস জানা প্রয়োজন। এবার বিজয় দিবস উপলক্ষে এই অভিনেতা ‘শৃঙ্খল’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এদিকে গেল মাসের ২৭ তারিখে রাইসুল ইসলাম আসাদ আমেরিকা থেকে দেশে ফিরেছেন বলে জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় দেড় মাস আমেরিকায় ছিলাম। তাই এই সময়ে টিভি নাটকে কাজ করা সম্ভব হয়নি। এখন আবার বেশ কিছু কাজের প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে এখন আর আগের মতো অভিনয় করা হয় না। আমাদের মতো সিনিয়র শিল্পীদের নিয়ে অনেকে এখন আর কাজ করতে আগ্রহ প্রকাশ করেন না। টিভি ও চলচ্চিত্র দুই মাধ্যমেই এই অভিনেতা কাজ করছেন। চলচ্চিত্রের ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’ শিরোনামের একটি ছবির শুটিং শেষ করেছি। এছাড়া খুব শিগগিরই অরুণ চৌধুরীর একটি ছবির শুটিং শুরু করবো। এই ছবির শুটিংয়ের জন্য চলতি সপ্তাহে ঢাকার বাইরে যাবো। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন বিশিষ্ট এই অভিনেতা। তিনি বলেন, আমাদের চলচ্চিত্রের এখন আর সেই দিন নেই। সিনেমা হলের পরিবেশ ভালো নেই। আগে যেভাবে চলচ্চিত্র নির্মাণ হতো সেই চিত্র এখন দেখা যায় না। আমি মনে করি চলচ্চিত্রের পেশাদার ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। না হলে এ মাধ্যমটির অস্তিÍত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এই সময়ে শোবিজের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি। আসাদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সিনিয়র শিল্পীদের নিয়ে নাটক-চলচ্চিত্রের গল্প তৈরি হয়। অথচ আমাদের দেশে সিনিয়রদের মূল্যায়ন করা হয় না। আমাদের নির্মাতাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। একটি নাটক-চলচ্চিত্র শুধু নায়ক-নায়িকার ওপর নির্মাণ করলে সেটি দর্শক গ্রহণ করে না। এছাড়া শোবিজে এখন অপেশাদার মানুষদের দেখা যায়। তাদের বিভিন্ন কর্মকান্ডের কারণে পেশাদার মানুষেরা দূরে সরে আছেন। ২০১৮ সাল শেষের দিকে। চলতি বছর কেমন গেল? এই  প্রশ্নের উত্তরে তিনি বলেন, চলতি বছর ভালো কেটেছে। এই বছরটি আমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ। একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না। আমি আশা করছি সুন্দর, সুষ্ঠু একটি নির্বাচন হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর