× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছুটছেন জয়া

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

জয়া আহসান। এক মুহূর্ত বসে থাকার অবকাশ নেই তার। কাজের ব্যস্ততায় আজ দেশে তো কাল বিদেশের মাটিতে। অভিনয় ব্যস্ততার পাশাপাশি এভাবেই সময় কেটে যাচ্ছে তার। ঢালিউড ছাড়াও টালিগঞ্জের বেশকিছু জনপ্রিয় নির্মাতার ছবিতে অভিনয় করে নাম কামিয়েছেন এই সুঅভিনেত্রী। ‘দেবী’ ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যস্ততা আরো বেড়েছে জয়ার। সরকারি অনুদানের পাশাপাশি এ ছবিটি প্রযোজনা করেছেন তিনি। জয়া বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।
সেখান থেকেই মুঠোফোনে মানবজমিনকে বলেন, দিনকয়েক হলো আমেরিকায় এসেছি।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও ‘দেবী’ মহাসমারোহে চলছে। তারই সেলিব্রেশন হয়েছে নিউ ইয়র্কে বিশেষ এক প্রদর্শনীর মাধ্যমে। বায়েস্কোপ ফিল্মসের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬টায় জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ছবির বিশেষ এক প্রদর্শনীতে আমি উপস্থিত ছিলাম। সেখানে দর্শকদের সঙ্গে আড্ডা হয়েছে আমার। জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দারুণ একটা সময় কাটিয়েছি। নির্বাচনের আগে দেশে ফিরব। গত ১৯শে অক্টোবর অনম বিশ্বাস পরিচালিত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ ছবিটি সারা দেশে মুক্তি পায়। ‘দেবী’ ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে ছবিতে লগ্নি করেছেন জয়া আহসান। ছবিতে রানু চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছবিটিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। এদিকে ‘দেবী’ ছবির সফলতার পর জয়া আহসান তার প্রযোজনায় নতুন ছবির খবর জানিয়েছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা থেকে ‘ফুড়ুৎ’ নামে নতুন ছবির ঘোষণা দিয়েছেন জয়া। এ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।

অভিনয়শিল্পী, গল্প, পরিচালক, কলাকুশলীসহ অনেক কিছু নির্ধারণ হয়ে গেলেও এসবের কিছুই এখন বলতে চাইছেন না এ অভিনেত্রী। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবিতে অভিনয়ও করতে চাইছেন না তিনি। জয়া বলেন, আমি না থাকার চেষ্টা করছি। ছবির গল্পের সঙ্গে মানানসই কাউকে পেলে আমি থাকব না। গল্পের কথা মাথায় রেখে কয়েকজন অভিনয় শিল্পীর সঙ্গে কথা বলেছি। কাউকে চূড়ান্ত করিনি বলে এখনই কিছু বলতে চাচ্ছি না। এই ছবিটি কমেডি, ড্রামা, নস্টালজিয়া, ড্রিমস কাম ট্রু- এক কথায় এটি একটি আধুনিক রূপকথা। কিন্তু মানুষগুলো আসল। এর বেশি আর কিছু এখনই বলতে চাই না। জাতীয় সংসদ নির্বাচনের পর সংবাদ সম্মেলন করে ছবিটির বিস্তারিত তুলে ধরবেন জয়া আহসান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর