× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পর্যবেক্ষক পাঠাবে ভারতের নির্বাচন কমিশন

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারতের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর মধ্যে বুধবার বৈঠক হয়। এরপর ওই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নয়াদিল্লি থেকে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা বাসস। রোববার বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচনের কাছাকাছি সময়ে ভারতের নির্বাচন কমিশন ৩ থেকে চার সদস্যের পর্যবেক্ষক পাঠাবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এরই মধ্যে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশনকে বলেছে ভারত সরকার। এর পাশাপাশি ভারতের একদল সাংবাদিকও বাংলাদেশের নির্বাচন কভার করতে আসবেন।
এরই মধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছেন। বাংলাদেশ হাইকমিশনের সূত্রগুলো বলেছেন, বিবিসি, সিএনএন, ডয়েচে ভেলে সহ বিদেশি ও স্থানীয় মিডিয়ার ৪০ জনেরও বেশি সাংবাদিকের ভিসার আবেদন পেয়েছেন তারা। এ ছাড়া কলকাতাভিত্তিক একদল সাংবাদিক ঢাকায় যাবেন আলাদাভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর