× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

অনুশীলনে চোট পেয়েছেন সাকিব

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে একটি দুঃসংবাদ ছিল বাংলাদেশ দলের। গতকাল অনুশীলনে ব্যাট করতে গিয়ে বাঁ পায়ে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার চোট গুরুতর নয় বলে জানায় টিম ম্যানেজমেন্ট। যদিও আঘাত পাওয়ার পর এদিন আর অনুশীলন করেননি, আসেননি নির্ধারিত সংবাদ সম্মেলনেও। প্রথম টি-টোয়েন্টির আগে সকাল ১১টা থেকে অনুশীলন ছিল বাংলাদেশ দলের। মাঠে এসেই নেটে ব্যাট করতে যান সাকিব। কিছুক্ষণ ব্যাট করার পর মোহাম্মদ সাইফুদ্দিনের ইয়র্কার লেন্থের বল ঠেকাতে গিয়ে বাম পায়ে আঘাত পান বাংলাদেশ অধিনায়ক। তাৎক্ষণিকভাবে অনুশীলন বাদ দিয়ে ফিরে যান ড্রেসিংরুমে।
ড্রেসিংরুমে ফিরে আঘাত পাওয়া জায়গায় বরফ লাগান তিনি। ব্যথার কারণে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসতে পারেননি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন সাকিবের চোট গুরুতর কিছু মনে হচ্ছে না তাদের। তিনি বলেন, ‘খুব একটা ভোগাচ্ছে না। পায়ের দ্বিতীয় আঙুলে লেগেছে। আঘাত যেহেতু লেগেছে, একটু ব্যথা তো থাকেই। সে আঘাত নিয়ে এখনো অভিযোগ করেনি। বরফ দিয়েছে, দেখা যাক। ব্যথা যদি না কমে রাতে হয়তো এক্স-রে করতে হবে।’ সাকিবের বদলে সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ স্টিভ রোডস সাকিবের চোটের বিষয়ে কোনো রকমের শঙ্কা না থাকার কথা জানান, ‘সে ভালো আছে। সাইফুদ্দিনের ইনস্যুয়িং ইয়র্কার এসে পায়ের পাতায় লেগেছিল। বেশ ভালো বল ছিল আসলে। সে ঠিকঠাক আছে। হাসছে, ভালো আছে। আশা করি সে খেলবে। কাল সকালে যদি কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় তাহলেই বরং বিস্মিত হবো। হাতের আঙুলের চোট বেশ ভুগিয়েছে সাকিবকে। চোটে পড়ে শেষ করতে পারেননি এশিয়া কাপ, ছিলেন না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফেরেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর