× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথমবারের মতো সেরা ৫-এ মোস্তাফিজ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

উইন্ডিজের বিপক্ষে সদ্য ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৫ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আর এতে আইসিসি ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা পাঁচ-এ উঠে এলেন এ বাংলাদেশি  পেসার। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের অবস্থান পঞ্চম। র‌্যাঙ্কিংয়ে উন্নতি দেখছেন উইন্ডিজের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৬টি করে উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ এবং মাশরাফি বিন মুর্তজাও।  ১৯ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন মিরাজ। ১০ ধাপ এগিয়ে মাশরাফির অবস্থান ২৩তম। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধারের একেবারে কাছাকাছি রয়েছেন সাকিব আল হাসান। আফগান তারকা রশিদ খানের সঙ্গে সাকিব আল হাসানের ব্যবধান নেমে এসেছে ১ পয়েন্টে। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে রশিদের ৩৫৩ ও সাকিবের রয়েছে ৩৫২ রেটিং।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছেন তামিম ইকবাল। ক্যারিয়ার সেরা ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে তামিমের পরেই রয়েছেন মুশফিকুর রহীম। সাকিব আল হাসানের অবস্থান ৩৩তম। এ ছাড়া ১০ ধাপ এগিয়ে সৌম্য সরকার ৪২ এবং ৪ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে এসেছেন লিটন কুমার দাস।

ওয়ানডে বোলার র‌্যাঙ্কিং
র‌্যাঙ্ক     খেলোয়াড়     রেটিং
১.     জসপ্রিত বুমরাহ  (ভারত)     ৮৪১
২.     রশিদ খান (আফগানিস্তান)     ৭৮৮
৩.     কুলদীপ যাদব (ভারত)     ৭২৩
৪.     কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)     ৭০২
৫.     মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)     ৬৯৫
৬.     যুজবেন্দ্র চাহাল (ভারত)     ৬৯৩
৭.     আদিল রশিদ (ইংল্যান্ড)     ৬৮৩
৮.     ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)     ৬৮২
৯.     মুজিব জাদরান (আফগানিস্তান)     ৬৭৯
১০.     জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)     ৬৭৫
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর