× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ইউরোপের ২০০ গোলদাতার মধ্যেও নেই রিয়ালের কেউ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

রিয়ালের হয়ে তিনবার ইউরোপিয়ান ‘গোল্ডেন স্যু’ জেতেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার শীর্ষ ২৩০ গোলদাতার মধ্যেও নেই রিয়ালের কেউ! পর্তুগিজ ফরোয়ার্ডের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় নিয়মিত গোলদাতা খুঁজে পাচ্ছে না লস ব্লাঙ্কসরা। বেল-বেনজেমারা নিজেদের ছায়া হয়ে আছেন। ১৬ ম্যাচে ৬ গোল নিয়ে লা-লিগায় রিয়ালের সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। আর ইউরোপিয়ান ‘গোল্ডেন স্যু’ তালিকায় ১২ পয়েন্ট নিয়ে ২০৩ নম্বরে এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এই মৌসুমে রিয়ালের আক্রমণভাগের কতটা বাজে অবস্থা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রিয়ালের গোলদাতা তালিকা। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল সেন্টারব্যাক সার্জিও রামোসের।
ইউরোপের শীর্ষ পাঁচ লীগের কেউই এখনো দাপট দেখাতে পারেননি। ১২ গোলে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এছাড়া শীর্ষ দশে বড় কোনো নাম নেই। মেসি-রোনালদো-নেইমারদের টপকে শীর্ষে অবস্থান করছেন এস্তোনিয়ান ক্লাব নোম্মে কালজু এফসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিলিউ। ৩০ ম্যাচে ৩১ গোল করেন তিনি। তবে অপেক্ষাকৃত দুর্বল লীগ হওয়ায় লিলিউর পয়েন্টও ৩১। ইউয়েফার র‌্যাঙ্কিং অনুযায়ী ইউরোপের লীগগুলোতে পয়েন্ট বিন্যাস করা হয়। এতে অপেক্ষাকৃত দুর্বল লীগে বেশি গোল করাদের চেয়ে কঠিন লীগে কম গোল করেও ওপরের দিকে থাকার সুযোগ থাকে। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে (ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স) প্রতি গোলের মান ২ পয়েন্ট। লীগ র‌্যাঙ্কিংয়ে ছয় থেকে ২১ পর্যন্ত ১.৫ পয়েন্ট ও এর নিচের লীগগুলোতে ১ পয়েন্ট। সর্বাধিক পাঁচবার ইউরোপিয়ান ‘গোল্ডেন স্যু’ জয়ী লিওনেল মেসির সামনে টানা তৃতীয়বার এই খেতার জয়ের হাতছানি। চারবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন রোনালদো (প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে)। মৌসুমের প্রায় অর্ধেক শেষে খানিকটা পিছিয়ে রয়েছেন মেসি। লা লিগায় ১৩ ম্যাচে ১১ গোল করেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার। ২২ পয়েন্ট নিয়ে অবস্থান ১৫তম। নতুন ক্লাব জুভেন্টাসের জার্সিতে সিরি আ’তে ১৫ ম্যাচে ১০ গোল করেন রোনালদো। ২০ পয়েন্ট নিয়ে ৩০তম স্থানে সিআর সেভেন। এমবাপ্পের ক্লাব সতীর্থ নেইমার রয়েছেন ১৪তম অবস্থানে। পিএসজির হয়ে লীগ ওয়ানে ১২ ম্যাচে ১১ বার প্রতিপক্ষের জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা। পয়েন্ট ২২। ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতা আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং (১০ গোল) লিভারপুলের মিশরীয় উইংগার মোহাম্মদ সালাহ।
৯ গোল টটেনহ্যামের ইংলিশ তারকা হ্যারি কেইনের। স্প্যানিশ লা লিগায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসিও জিরোনার উরুগুইয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্টুয়ানি (১১ গোল)। ইতালিয়ান সিরি আ’তে রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষ স্থানে জেনোয়ার পোলিশ ফরোয়ার্ড ক্রিসটফ পিয়াটেক। জার্মান বুন্দেসলিগায় সর্বাধিক ১১ গোল করেন বরুশিয়া ডর্টমুন্ডের স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড পাকো আলকাসের তবে ফ্রাঙ্কফুর্টের সার্বিয়ান স্ট্রাইকার লুকা জভিচ, লেভানদস্কি ও মার্কো বয়সের। ফ্রেঞ্চ লীগ ওয়ানে এমবাপ্পের সমান ১২ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে নঁতের আর্জেন্টাইন ফরোয়ার্ড এমিলিয়ানো সালা।

ইউরোপের শীর্ষ ১০ গোলদাতা
খেলোয়াড়    ক্লাব    লীগ    গোল    পয়েন্ট
লিলিউ (ব্রাজিল)    নোম্মে কালজু এফসি    এস্তোনিয়া    ৩১    ৩১
জাকারিয়া বেগলারিশবি (জর্জিয়া)    এফসি ফ্লোরা তালিন    এস্তোনিয়া    ৩০    ৩০
পাওলিনহো (ব্রাজিল)    বিকে হাকেন    সুইডেন    ২০    ৩০
প্যাটট্রিক হোবান (আয়ারল্যান্ড)    ডানডাল্ক এফসি    আয়ারল্যান্ড    ২৯    ২৯
রোমান ডেবেল্কো (ইউক্রেন)    এফসিআই লেবাদিয়া    এস্তোনিয়া    ২৭    ২৭
লিনাস হালেনিয়াস (সুইডেন)    জিআইএফ সান্ডসভাল    সুইডেন    ১৮    ২৭
এমবায়ে ডায়াগনে (সেনেগাল)    কাসিমপাসা    তুরস্ক    ১৬    ২৪
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)    পিএসজি    ফ্রান্স    ১২    ২৪
এমিলিয়ানো সালা (আর্জেন্টিনা)    এফসি নঁত    ফ্রান্স    ১২    ২৪
নিকোলাই কমলিচেঙ্কো (রাশিয়া)    এফকে ম্লাদা বোলেস্লাভ    চেক প্রজাতন্ত্র    ১৫    ২২.৫
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর