× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রোনালদোর গোলে জুভেন্টাসের ৫০০০

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার

ইতালিয়ান সিরি আ লীগে প্রথম দল হিসেবে ৫ হাজার গোল পূর্ণ হলো জুভেন্টাসের। আর জুভেন্টাসের মাইলফলক ছোঁয়া গোলটি আসে ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে। শনিবার তুরিন ডার্বিতে স্বাগতিক তোরিনোর বিপক্ষে ১-০ গোলের জয়ে লীগে অপরাজিত যাত্রা অব্যাহত রাখে টানা সাতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন রোনালদো। ফরোয়ার্ড সিমোন জাজার দুর্বল ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে মারিও মানজুকিচকে ট্যাকল করে বিপদ ঢেকে আনেন বদলি গোলরক্ষক সালভাদর ইচাজো। আসরে এ নিয়ে রোনালদোর তিনটি পেনাল্টি শটই জাল খুঁজে নেয়। আর তোরিনোর বিপক্ষে লীগ ম্যাচ জয়ের হ্যাটট্রিক হলো জুভেন্টাসের (৬-০ অ্যাগ্রিগেট)। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দিয়ে সিরি আ’র সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন রোনালদো (১৬ ম্যাচে ১১ গোল)।
এই মৌসুমে জুভেন্টাসের ৪৯% গোলে প্রত্যক্ষ অবদান রাখেন পর্তুগিজ সুপারস্টার (১১ গোল ও ৫ অ্যাসিস্ট)। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে মৌসুমের প্রথম ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা (২০১২-১৩) ও ম্যানচেস্টার সিটির (২০১৭-১৮) রেকর্ড স্পর্শ করে জুভেন্টাস। গত অক্টোবরে জেনোয়ার বিপক্ষে (১-১) ড্রয়ের পর এ নিয়ে টানা ৭ ম্যাচে জয় পেলো ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল। সিরি আ’তে অ্যাওয়ে ম্যাচে টানা ৮ জয়ে নিজেদের ক্লাব রেকর্ডও স্পর্শ করে জুভিরা। সিরি আ’তে ৪৮৬৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। ২০০৩ সালে জুভিদের ৪০০০তম গোল করেন ইতালির সাবেক স্ট্রাইকার মার্কো ডি ভাইয়ো। তার ১৯ বছর আগে তিন হাজারতম গোল করেন মাসিমো ব্রায়াসচি। আর ১৯৪৮ ও ১৯৬২ সালে যথাক্রমে ১০০০ ও ২০০০তম গোল করেন কার্লো প্যারোলা ও জিয়ান্নি রসি। তুরিনো ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুবই খুশি। এটা কঠিন ম্যাচ ছিল। মাঠের অবস্থা ভালো ছিল না। কিন্তু দিন শেষে আমরা ৩ পয়েন্ট অর্জন করি।’ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে জুভেন্টাসের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১১-তে। ১৬ ম্যাচে ১৫ জয় ও ১ ড্রয়ে জুভিদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। ১৫ ম্যাচে নাপোলির ৩৫ পয়েন্ট। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মিলান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর